বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ : কবে কোথায় কখন জেনে নিন
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে স্বাগতিক ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ৬ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরই মধ্যে আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে দুই দল।
কানপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষটিতে লড়ছে দুই দল। এর আগে চেন্নাই টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ভারত। দুটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ।
আরও পড়ুন
সাদা পোশাকের লড়াই শেষে ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।
টি-টোয়েন্টি সিরিজের সূচি
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
প্রথম টি-টোয়েন্টি | ৬ অক্টোবর | গোয়ালিয়র | সন্ধ্যা সাড়ে ৭টা |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ৯ অক্টোবর | দিল্লি | সন্ধ্যা সাড়ে ৭টা |
তৃতীয় টি-টোয়েন্টি | ১২ অক্টোবর | দিল্লি | সন্ধ্যা সাড়ে ৭টা |
*বাংলাদেশ সময় অনুযায়ী
টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।
ভারত : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।
এফআই