আইপিএল খেলার প্রশ্নে যা বললেন রিশাদ
প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে দারুণ পারফর্ম করেছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশি এই তরুণ গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দেশ-বিদেশের সকলের নজর কেড়েছেন। এরপর সম্প্রতি বিগ ব্যাশসহ তিনটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেয়েছেন রিশাদ। সামনেই রয়েছে আইপিএলের নিলাম। যা নিয়ে আজ তিনি (শনিবার) গণমাধ্যমে কথা বলেছেন।
মিরপুর শের-ই-বাংলায় আইপিএল প্রসঙ্গে রিশাদ বলেন, ‘আইপিএল বা কিছু নিয়ে এখন এত চিন্তা করছি না। আপাতত দেশের হয়ে যেটা খেলছি ওইটাতেই ফোকাস করার জন্য চেষ্টা। চেষ্টা করব ভালো খেলার, সুযোগ দেওয়ার মালিক তো আল্লাহ। দেখা যাক পরে (কি হয়)।’
আইপিএল খেলতেই হবে এমন স্বপ্ন নেই দাবি করে এই রিস্ট স্পিনার বলেন, ‘স্বপ্ন বলতে ওইরকম কিছু না। এমনিতে সবার তো ইচ্ছে থাকে আইপিএল খেললে ভালো লাগত বা দেশের জন্য ভালো। আমারও ওইরকম ইচ্ছে আছে, কিন্তু খেলতেই হবে তা না আরকি। আশা আছে যে খেলব ইনশা-আল্লাহ।’
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্স দলে ভিড়িয়েছে রিশাদকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘(খেলার বিষয়ে) এখন পর্যন্ত জানি না, আশা করি সামনে খেলতে পারব ইনশাআল্লাহ। বিপিএল আছে আবার…দুইটা একসাথে তো। আশা করা যায় কয়েকটা ম্যাচ খেলতে হতে পারে, খেলতে পারি ইনশাআল্লাহ। কয়েকটা বিগ ব্যাশের ম্যাচ খেলার সুযোগ হতে পারে।’
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রিশাদ প্রথমে দল পান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। যদিও ওই সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তার আর লিগটিতে খেলা হয়নি। এরপর বিগ ব্যাশ এবং জিম্বাবুয়েতে চলমান জিম-আফ্রো টি-টেন লিগেও তার ডাক পড়ে। তবে ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের কারণে সেখানেও খেলা হচ্ছে না রিশাদের।
এসএইচ/এএইচএস