বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ নিয়ে যা বললেন বাশার
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে নারীদের এই মেগা টুর্নামেন্ট। তার আগে আজ (শনিবার) প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।
আর এই প্রস্তুতিমূলক ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। দলের সঙ্গে আরব আমিরাতেই রয়েছেন সাবেক এই অধিনায়ক। সেখান থেকে গতকাল বিসিবির প্রকাশিত ভিডিওতে বাশার বলেন, ‘এই অনুশীলন ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের একটা ভালো সুযোগ হয়েছিল এই বিশ্বকাপের আগে যে সিরিজটা খেললাম। সেটা আমাদের অনেক কাজে লেগেছে, এখন আমরা বিশ্বকাপে চলে এসেছি।’
তিনি আরও বলেন, ‘এখান থেকে প্রতিটা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ, যদিও অনুশীলন ম্যাচে জয়-পরাজয় নিয়ে টিম ম্যানেজমেন্ট অতটা চিন্তাভাবনা করে না। অনুশীলন ম্যাচে একটু ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে দেখতে চায়। তবে এই অনুশীলন ম্যাচগুলোতে যদি ভালোভাবে শুরু করা যায় তাহলে মূল ম্যাচগুলোতেও সেটি কাজে লাগে। দুটি অনুশীলন ম্যাচ খেলব আমরা। দুই একজন প্লেয়ারকে দেখে নিতে চাইবে দল, কম্বিনেশনও পরীক্ষা করতে পারবে।’
৩ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগে আজ শ্রীলঙ্কা ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে তাদের দুটি প্রস্তুতি রয়েছে। দুই ম্যাচেই জয়ের আশা বাশারের, ‘আমার মনে হয় এই অনুশীলন ম্যাচ যদি জিততে পারি সেটা আমাদের বিশ্বকাপের মূল ম্যাচগুলোতে কাজে লাগবে। সবাই ভালো আছে, সবাই ফিট আছে। আমি কালকে আসার পর দেখেছি সবাই বেশ এনার্জিটিক।’
আরও পড়ুন
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসার কথা ছিল বাংলাদেশে। পরে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে সেটি আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। ৩ অক্টোবর শুরু হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ২০ অক্টোবর পর্যন্ত। দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ। যেখানে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। গ্রুপ ‘এ’ তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
এসএইচ/এএইচএস