শেষ টেস্টে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ শেষে ভারতেও দারুণ কিছুর লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজের শুরুটা হয়েছে ২৮০ রানের বড় হার দিয়ে। ভারতের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের লক্ষ্যে আগামীকাল (শুক্রবার) সিরিজের টাইগাররা দ্বিতীয় ও শেষ টেস্টে নামছে। কানপুরে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
তার আগে আজ (বৃহস্পতিবার) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। দুই ফরম্যাট থেকে অবসর ঘোষণার পাশাপাশি আগামীকালের লড়াই নিয়েও কথা বলেছেন তিনি। সাকিব বলেন, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে যখন খেলবেন; তখন উইকেট খুব বেশি প্রভাব ফেলবে না। তাদের অবশ্যই তেমন অস্ত্র থাকবে, যা দিয়ে তারা আমাদের আক্রমণ করবে। তাদের কোয়ালিটি পেসার, কোয়ালিটি স্পিনার, কোয়ালিটি ব্যাটসম্যান থাকবে।’
চেন্নাই টেস্টের চেয়ে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ নিঃসন্দেহে ভিন্ন হতে যাচ্ছে। পিচ রিপোর্টে জানা গেছে, কানপুরের কালো মাটির পিচে ম্যাচের শুরুতে (সকালের সেশন) সহায়তা পান পেসাররা, যাতে ধীরে ধীরে টার্ন আসতে থাকে। শেষ দুইদিন স্পিনাররাই এখানে রাজ করেন। এ নিয়ে সাকিব বলছেন, ‘আমার মনে হয় না পিচের কোনো প্রভাব থাকবে। চেন্নাইয়ে যা করেছি, তার চেয়ে ভালো পারফর্ম করতে হবে এটাই একমাত্র বিষয়।’
শেষ টেস্টের আগে বাংলাদেশ দলে উন্নতি হয়েছে বলেও মনে করছেন সাবেক এই অধিনায়ক, ‘ব্যাটিংয়ের কথা যদি বলি, তাহলে প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে উন্নতি হয়েছে। প্রথম ইনিংসে ১৫০ রানের আশপাশে অলআউট হয়েছি, দ্বিতীয় ইনিংসে প্রায় ২৫০ রানের মতো করেছি। আমরা যদি (কানপুরে) প্রথম ইনিংসে ৩৫০ রানের মতো করতে পারি, সেটা অনেক বড় অর্জন হবে।’
আরও পড়ুন
চেন্নাইয়ে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরতে দেখা যায় সাকিবকে। মাথার অবস্থান ঠিক রাখার জন্যই এই কৌশল বলে ধারণা করেছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এবার সাকিব নিজেও এর নেপথ্য কারণ জানিয়েছেন, ‘এটা ব্যাটিংয়ে সহায়তা করছে। নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। গত ৬ মাস ধরে আমি এভাবে ব্যাট করলেই ভালো বোধ করি। রান যতই করি না কেন।’
এদিকে, কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। কানপুরে টেস্টের তিনদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’। এর মধ্যে প্রথম ও তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। আগামীকাল কানপুরে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ এবং আদ্রতা ৮৯ শতাংশ। দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে ১৫ কিলো.। কানপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেস্টের প্রথম তিনদিন বৃষ্টি হতে পারে। ফলে বিঘ্ন হতে পারে খেলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ।
এসএইচ/এএইচএস