‘কোহলি মোমেন্টাম হারিয়েছে, শচীনের রেকর্ড ভাঙবে রুট’
২০২২ সাল থেকে দারুণ ফর্মে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। গত তিন বছরে তিনি টেস্টে ১৭টি সেঞ্চুরি করেছেন। বর্তমানে টেস্ট খেলুড়ে ফ্যাবারিট ফোরের (রুট, কেইন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও বিরাট কোহলি) মধ্যে তিনিই আছেন এই কীর্তিতে সবার ওপরে। অন্যদিকে, সেভাবে রান পাচ্ছেন না ভারতীয় তারকা কোহলি। তিনি পুরোনো মোমেন্টাম হারিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হগ।
২০২৩ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। এরপর মাঝে অবশ্য ব্যক্তিগত কারণে ফরম্যাটটিতে তিনি বিরতি নিয়েছিলেন, ছিলেন অনিয়মিত। আর ওই সময়ে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন ইংলিশ তারকা রুট। ফরম্যাটটিতে তিনি ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের করা সর্বোচ্চ রানের চেয়ে আর ৩৫১৯ রান দূরত্বে আছেন। টেস্টে অলটাইম সেরা রানসংগ্রাহক শচীন করেছেন ১৫৯২১ রান।
এমন অবস্থায় ভারতীয় এই কিংবদন্তির রেকর্ড ভাঙার দৌড়ে রুট বেশ ভালোভাবেই টিকে আছেন বলে মন্তব্য করেছেন সাবেক অজি স্পিনার হগ। কোহলি সেই মোমেন্টাম হারিয়েছেন বলেও মত তার, ‘আমার মনে হয় বিরাট সেখানে (শচীনের রেকর্ড ভাঙা) পৌঁছাতে পারবে। গত কয়েক বছর ধরে সে টেস্টে খেলার ছন্দ ও ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে। সেজন্য তাকে পরবর্তী ১০ টেস্টের মধ্যে ঘুরে দাঁড়াতে হবে অথবা সে রেকর্ড ভাঙার দৌড় থেকে ছিটকে যাবে।’
২০২১ সাল থেকে জো রুট রয়েছেন দুর্দান্ত ছন্দে। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার শেষ ৪৯টি টেস্টে করেছেন ৪৫৭৯ রান, এখন তিনিই তাড়া করছেন লিটল মাস্টারের টেস্টে করা সর্বোচ্চ রানের রেকর্ডকে। গত তিন বছরে করেছেন ১৭টি সেঞ্চুরি। এই মূহূর্তে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে শচীনের থেকে ৩৫১৯ রান পেছনে রয়েছে রুট। অথচ ২০২০ সালের পর থেকে কোহলি এখন পর্যন্ত টেস্টে করেছেন মাত্র দুটি সেঞ্চুরি। ৯ ম্যাচে করেছেন ১৬৬৯ রান, গড়ও কমে দাঁড়িয়েছে ৩২–এ। ১১৪ টেস্টে কোহলির সংগ্রহ ৮৮৭১ রান। ফ্যাব ফোরের বাকি তিনজনের চেয়ে তিনি সেঞ্চুরিতে পিছিয়ে গেছেন।
শচীনের রেকর্ড ভাঙার প্রসঙ্গে ব্র্যাড হগ ইউটিউব চ্যানেলে বলেন, ‘জো রুট ১৪৬ ম্যাচে ১২০০০-এর মতো রান করেছে। আর শচীন টেন্ডুলকার ২০০ ম্যাচে করেন ১৬০০০–এর কাছাকাছি টেস্ট রান। ফলে ৬৬ টেস্টে আরও ৪০০০ রান মতো করতে হবে রুটকে, আমার মনে হয় সেটা ও পারবে। দেখুন রুট এখন শচীনের রেকর্ড ভাঙার পথে আছে। আমার মনে হয় ওর মাথায় খেলার সময় সেই রেকর্ডের কথা ঘুরতে থাকবে, ফলে পরবর্তী সময় রুটের টেস্ট ম্যাচে নজর থাকবে সকলের।’
আরও পড়ুন
যদিও রুট সেই প্রসঙ্গ তুললে বিনয়ের সঙ্গে কেবল নিজের খেলায় মনোযোগী হওয়ার কথা জানান। তিনি বলেন, ‘আমি শুধুমাত্র খেলে যেতে চাই এবং চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করতে। চাইব নিজের রানটাকে যতটা সম্ভব ওপরে নিয়ে যাওয়া যায়। এরচেয়ে ভালো কোনো অনুভূতি হতে পারে না, যখন আপনি সেঞ্চুরি করেন, তখন কেমন অনুভূতি হয় সেটি স্বীকার না করলে মিথ্যা বলা হবে।’
অন্যদিকে, আরেক সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট সাদা বলের ফরম্যাটে রুটের ওপরে রেখেছেন কোহলিকে। তবে টেস্টে ঠিকই রুটকে শীর্ষে রাখেন তিনি। সাবেক উইকেটরক্ষক ব্যাটার গিলক্রিস্ট বলেন, ‘সাময়িক কাল, কিংবা লম্বা সময় ধরলে জো রুটের পরিসংখ্যান ইংল্যান্ডের যে কারও চেয়ে সবচেয়ে সেরা।’
এএইচএস