সাকিবকে নিয়ে সুখবর দিলেন হাথুরুসিংহে
চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দেখা গেল বল হাতেও অসহায় সাকিবকে। দুই ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। এমনকি প্রশ্ন উঠেছে সাকিবের আঙুলের চোট নিয়েও। যে কারণে ম্যাচে ঠিকঠাক বোলিং করতে পারেননি তিনি।
এমন পরিস্থিতিতে আলোচনা চলছে দ্বিতীয় টেস্টে টাইগার অলরাউন্ডার খেলবেন কি না। সাকিবের সর্বশেষ অবস্থা আজ (বুধবার) কানপুরে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। স্পষ্ট করে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই।’
আরও পড়ুন
তাহলে দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কি না হাথুরুসিংহে বলেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’
প্রথম টেস্টে সাকিবের পারফরম্যান্স নিয়ে এরপর হাথুরু বলেন, ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’
এসএইচ/এফআই