দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে নিষিদ্ধ আর্জেন্টিনার গোলরক্ষক
একে তো ম্যাচে হেরেছেন, তারপর আবার সমর্থকদের তীব্র সমালোচনা– যা সহ্য হয়নি আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরোর। বোকা জুনিয়র্সের এই গোলরক্ষক রিভার প্লেটের বিপক্ষে ১-০ গোলে হারের পর তর্কে জড়িয়েছেন এক দর্শকের সঙ্গে। যে কারণে রোমেরোকে তার ক্লাব বোকা জুনিয়র্স দিয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। পরে অবশ্য তিনি ওই সমর্থকের কাছে ক্ষমা চেয়েছেন।
বিজ্ঞাপন
গত শনিবার আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে ওই দর্শক ‘বাজে মন্তব্য’ করেছেন দাবি করে রোমেরো তার সঙ্গে তর্কে জড়ান। পরে বোকা জুনিয়র্সের আরও সমর্থক তার ওপর ক্ষেপে যায়। যদিও পরে তাদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক। তবে তাতে রক্ষা হয়নি। তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়ে বোকা জুনিয়র্স বিবৃতি দিয়েছে।
পরবর্তীতে ক্ষমা চেয়ে রোমেরো নিজেও বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘ম্যাচ শেষের ওই ঘটনার জন্য আমি বোকার সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী। ওই মানুষটি আমাকে গালি দিচ্ছিল, তাতে আমি মেজাজ হারিয়ে ফেলি। আমাদের কেউ হারার জন্য মাঠে যায় না, তারা (সমর্থকরা) যতটা জিততে চায়, আমরাও তাই চাই। এবার সেটা হয়নি। ওই মুহূর্তে আমি ঠিকভাবে ভাবতে পারিনি, মেজাজ হারিয়ে বসি। আমি ভুল করেছি। ঘটনাটা আমার এড়িয়ে চলে যেতে হতো। অবশ্যই অনুভূতি প্রকাশের অধিকার আছে তাদের।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিষেধাজ্ঞার কারণে বোকা জুনিয়র্সের পরবর্তী দুই ম্যাচে (ক্লাব আতলেতিকো বেলগ্রানো ও আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে) থাকছেন না রোমেরো। একইসঙ্গে তাকে আর্থিক জরিমানাও গুনতে হবে। অবশ্য কেবল তিনিই নন, তার সঙ্গে তর্কে জড়ানো তিন সমর্থককেও চিহ্নিত করেছে বোকা ক্লাব কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে রিভার-বোকার ঘটনাবহুল পুরো ম্যাচে রেফারি ৯টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড দেখান। শেষদিকে বোকা হারের সঙ্গে লাল কার্ড দেখে ১০ জনের দল নিয়ে মাঠ ছাড়ে। শেষে আবার নিজ দলের সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে দলটি। ম্যাচের মাত্র ২০ মিনিটেই করা ম্যানুয়েল লানজিনির একমাত্র গোলে জয় পায় রিভার প্লেট।
এএইচএস