স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল আর নেই
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বিমল কর আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্য ও নানা রোগ জটিলতায় ভুগছিলেন।
বিমল কর ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে ফান্ড বৃদ্ধিতে সহায়তা করেছেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে ভিক্টোরিয়ার হয়ে খেলেন। এরপর নিজ জেলা চট্টগ্রামে ফিরে চট্টগ্রাম মোহামেডানে খেলেন। চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রামের ফুটবল রেফারিজসহ জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই বয়সেও। তবে গত বছর চারেক সন্তানদের সঙ্গে ঢাকাতেই থেকেছেন।
বিমল করের মৃত্যুতে বাফুফে শোক প্রকাশ করেছে। শোকের ছায়া নেমেছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এজেড/এফআই