৫ কোটি তুলে ফেললেন বিরাট-আনুষ্কা
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল গোটা ভারত। অক্সিজেনের অভাব প্রকট। দেশের এই দুঃসময়ে হাত বাড়িয়ে দিয়েছেন দেশটির তারকা জুটি বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফিরে ২ কোটি রুপি দান করেন বিরাট, সঙ্গে পেয়েছেন স্ত্রী আনুষ্কাকে। এবার নিজেদের তহবিলে আরও ৩ কোটি রুপির জোগান দিয়েছেন তারা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্কা একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তাদের গড়া তহবিলে ৫ কোটি রুপি উঠেছে। এর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই তারকা দম্পতি। সেই পোস্টে অনুষ্কা লিখেছেন, ‘এই মাইলস্টোনে (৫ কোটি তুলতে) পৌঁছতে যারা সাহায্য করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
করোনাভাইরাসের প্রকোপে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবার মাঝপথেই স্থগিত হয়ে যায়। এরপর বাড়ি ফিরে স্ত্রী আনুষ্কাকে নিয়ে করোনার জন্য অর্থ সংগ্রহের কাজে লেগে পড়েন কোহলি। নিজেরা ২ কোটি রুপি অনুদান দেওয়ার পর অন্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন তারা। তাতে ভালোই সাড়া মিলছে।
ভারতে চিকিৎসা কাঠামো হিমশিম খাচ্ছে। বহু লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। সেই সঙ্গে অক্সিজেনের ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। এই অতিমারীর সঙ্গে যুদ্ধ করাটা নিঃসন্দেহে কঠিন। তবে সকলে যদি একটু সচেতন হন, আর প্রত্যেকেই যদি এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তা হলে হয়তো ভারত এই যুদ্ধে ঠিক জয় লাভ করবে। যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছেন তারকা দম্পতি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা।
টিআইএস/এটি