ভারতের বিপক্ষে সিরিজে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানালেন শান্ত
বড় রকমের প্রত্যাশা আর আত্মবিশ্বাস নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা করেছে বাংলাদেশ জাতীয় দল। টাইগারদের এবারের সফরের আগে প্রত্যাশা অনেকটাই বেশি। কদিন আগেই পাকিস্তানকে তাদেরই মাটিতে হারানোর পর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেট ভক্তরা।
দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টির এই সিরিজ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে নাজমুল হোসেন শান্ত শোনালেন প্রত্যাশা, বাস্তবতা আর নিজেদের লক্ষ্যের কথা। বিমানবন্দরে শান্ত বলেন, ‘স্পিন এবং পেসের দিক দিয়ে (আমরা) ভালো একটা অবস্থানে আছি। তবে যদি তুলনা করেন আমাদের পেসাররা তুলনামূলকভাবে (ভারতের থেকে) একটু পেছনের দিকে আছে। স্কিলের দিক থেকে হয়ত কাছাকাছি আছি, অভিজ্ঞতার দিক থেকে ভারতের দলটা একটু এগিয়েই রাখব আমি।’
শান্ত অবশ্য বিশ্বাস রাখছেন ভালো কিছুই করা সম্ভব এই সিরিজে, ‘আমাদের স্পিনারদের ভালো অভিজ্ঞতা আছে, যেকোনো কন্ডিশনে বল করার সামর্থ্যটা আছে। পেসার স্পিনার যারাই খেলবে প্রত্যেকটা প্লেয়ার ১০০% দিবেন। পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে।’
‘ব্যবধানটা আসলে তখনই গড়া সম্ভব হবে যখন আমরা দল হিসেবে খেলব। শুধু স্পিনারদের দায়িত্ব তা না, ব্যাটার এবং পেসার তাদেরও সমান দায়িত্ব আছে। পুরা দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ, তাহলেই আমরা ভালো ক্রিকেট খেলবে ইনশাল্লাহ।’ –যোগ করেন শান্ত।
অধিনায়ক হওয়ার পর থেকেই শান্ত ভুগছেন রানখরায়। অধিনায়ক শান্ত ক্রিকেট ভক্তদের মন জিতলেও ব্যাটার শান্তকে নিয়ে আছে অনেক প্রশ্ন। সাংবাদিকদের সামনে কথা বললেন নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়েও, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে আমি দলে যতটা অবদান রাখতে পারি। যেরকম প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি সর্বোচ্চ চেষ্টা করব দলে যেন অবদান রাখতে পারি।’
আরও পড়ুন
এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কখনোই টেস্টে জয় পাওয়া হয়নি বাংলাদেশের। সবশেষ ২০২১ সালে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করা হয়নি টাইগারদের। এমন অবস্থায় শান্তর চান জয়ের জন্য খেলতে, ‘অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হতে যাচ্ছে আমাদের জন্য। আপনি যা বললেন পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস ত দলের মধ্যে আছে। পুরা দেশের মানুষের মধ্যেই আছে। দুইটা ম্যাচই আমরা জেতার জন্য খেলব।’
শান্তর ভাষ্য, ‘জেতার জন্য যা গুরুত্বপূর্ণ, প্রসেসটা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্যটা এটাই থাকবে আমাদের কাজটা আমরা ঠিকমত করতে পারছি কিনা। যদি আমরা ঠিকমত কাজটা করতে পারি অবশ্যই ভালো ফলাফল সম্ভব। তবে এটা অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।’
টাইগার অধিনায়ক বিশ্বাস করেন, পাঁচদিন ভালো খেললেই শেষ সেশনে ধরা দেবে জয়ের সম্ভাবনা। টানা ভালো খেলাকেই তাই গুরুত্বপূর্ণ ভাবছেন তিনি, ‘সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে। র্যাংকিংয়েও অনেক এগিয়ে আছে ওরা। আমরা একটা ভালো সিরিজ কাটিয়ে এসেছি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ দিন কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা যদি পাঁচটা দিন ভালো খেলতে পারি শেষ সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে। গুরুত্বপূর্ণ হল পাঁচ দিন কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি সেটার জন্য কী প্ল্যান করা দরকার এটা গুরুত্বপূর্ণ।’
এসএইচ/জেএ