ভারত সিরিজের দল ঘোষণা নিয়ে যা বলছে বিসিবি
পাকিস্তান সফর শেষে সপ্তাহ খানেক আগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সফল পাকিস্তান মিশন শেষে খুব একটা বিশ্রামের সু্যোগ পাননি ক্রিকেটাররা। ইতোমধ্যেই ভারত সিরিজের অনুশীলন শুরু করেছেন। তবে এখনও আসন্ন এই সিরিজের দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু আজ গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। এখন বোর্ড সভাপতি ফারুক আহমেদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছেন নির্বাচকরা।
আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন, 'আমাদের কাজটা সেরে ফেলেছি। ক্রিকেট অপারেশন্সের দপ্তরে আমরা দলটা জমা দিয়েছি। আপনারা জানেন, সেখানে একটা প্রক্রিয়া আছে। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পর্যায়ে বোর্ড সভাপতির কাছে যাবে দলটা।'
'বিসিবি সভাপতির অনুমোদনের পরই এটা মিডিয়ায় ঘোষিত হবে। মিডিয়ায় দল ঘোষণার পর আমাদের নির্বাচকমণ্ডলীর তরফ থেকে কেউ একজন সংবাদ সম্মেলনে হাজির হবো, দল নিয়ে কথা বলবো।'-যোগ করেন তিনি।
যেহেতু সর্বশেষ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে দল তাই আসন্ন এই সিরিজের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। সব ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে বোর্ড।
এসএইচ/এইচজেএস