‘এনসিএলকে যারা পিকনিক ভাবে, তারা যেন মাঠে গিয়ে খেলা দেখে’
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মান বরারই প্রশ্নবিদ্ধ। অনেকে তো মজা করে এই লিগকে 'পিকনিকের' সঙ্গে তুলনা করে থাকেন। তবে সেটি মানতে নারাজ ঢাকা মেট্রোর প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যারা এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কি না আমার সন্দেহ আছে। প্রায়ই শুনি যে, তারা বলে পিকনিক গেইম হচ্ছে। এনসিএলের সাথে আমি সরাসরি যুক্ত তাই আমি জানি এখানে পিকনিক খেলা হয় নাকি কী খেলা হয়। যারা এরকম কথা বলছেন, অনুরোধ করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে।’
তবে আক্ষেপের কথা জানিয়ে বাবুল বলেন, ‘যে সময়ে খেলা হচ্ছে আমাদের বৃষ্টি বেশি হয়, বৃষ্টির সময় শুরু হয়। ভাগ্য ভালো থাকলে বৃষ্টিগুলো থাকে না আর যখন বৃষ্টি তখন খেলা কিছুটা বন্ধ থাকে। আমাদের পর্যাপ্ত পরিমাণ মাঠ নেই, যেখানে বৃষ্টির ফাঁকে ফাঁকেও খেলা হয়। আরও পর্যাপ্ত মাঠ দরকার যাতে চারদিনের খেলাগুলো বৃষ্টিবিঘ্নিত হলেও খেলাগুলো সম্পন্ন হয়।’
উন্নতির কথা জানিয়ে বাবুল বলেন, ‘আমি বলবো এনসিএল অনেক ভালো টুর্নামেন্ট। লাল বলে খেলা একমাত্র টুর্নামেন্ট, এই খেলা খেলেই আমাদের ছেলেরা জাতীয় দলের জন্য নির্বাচিত হয়। এখন যে অবস্থায় আছে টুর্নামেন্টকে আরও কিভাবে উন্নত করতে পারি এজন্য আমরাও এতক্ষণ বসেছিলাম, কথা বলেছি। বিগত দিনে আমাদের যে সমস্যাগুলো ছিল ওইগুলো নিয়ে কথা বলেছি, এর বাইরে আরও উন্নতি করার চেষ্টা করছি আমরা।'
এসএইচ/এইচজেএস