বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশে যারা থাকছেন!
আর মাত্র ৮ দিন পরই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরই মধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা টিম টাইগার্সের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে ভারত।
কোহলি ও বুমরাহকে ছাড়াই স্কোয়াড সাজানোর পরিকল্পনা ছিল বোর্ডের–এমন তথ্য ছিল ভারতীয় গণমাধ্যমের। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও যুক্ত করা হয়েছে ভারতের স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের পুরো শক্তির দলটাই আপাতত নামানোর কথা ভাবছে ভারত।
দেশটির গণমাধ্যমে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক কর্মকর্তা এমনই আভাস দিয়ে রেখেছেন। যেখানে নিশ্চিত করা হয়েছে, সাম্প্রতিক পারফরম্যান্সের তুলনায় তুলনামূলক অভিজ্ঞদেরই প্রাধান্য দিতে চায় ভারতের ক্রিকেট বোর্ড। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজের জন্য প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত।
আরও পড়ুন
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেও তাই উপেক্ষিত থাকতে হচ্ছে সরফরাজ খানকে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম একাদশে না-ও থাকতে পারেন সরফরাজ খান। তার জায়গায় ফেরানো হতে পারে কেএল রাহুলকে। দুলীপ ট্রফিতে রান পেয়েছেন। রিশভ পান্তের সঙ্গে ভালো জুটিও ছিল রাহুলের। অস্ট্রেলিয়া সফরেও তাকেই বিবেচনা করা হতে পারে।
বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে থাকতে পারেন যশস্বী জয়সওয়াল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তরুণ এই ওপেনারের ওপর ভরসা রাখতে পারে দল। বাঁহাতি-ডানহাতি জুটি দলকে ভালো শুরু দিতে পারে।
তিন নম্বরে ফিরতে পারেন শুভমান গিল। চার নম্বরে বিরাট কোহলির জায়গা পাকা। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই লাল বলের ক্রিকেটে অনেক বেশি মনোযোগ দেবেন বলে মনে করা হচ্ছে। ফ্যাব ফোরের বাকি তিন জন শেষ চার বছরে বিরাটকে পেছনে ফেলে দিয়েছেন। এবার নিজেকে ফিরে পেতে চাইবেন টিম ইন্ডিয়ার তারকা এই ব্যাটার।
চেন্নাই মানেই স্পিনারদের স্বর্গ। চেন্নাইয়ে ঘূর্ণি পিচের কথা মাথায় রেখে চারজন স্পিনারকে দলে রেখেছে ভারত। অশ্বিন ছাড়াও থাকবেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। এ ছাড়া বুমরাহর সঙ্গে পেস অ্যাটাকে থাকবেন মোহাম্মদ সিরাজ।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ।
এফআই