ফর্মহীন সময়ে ড্রেসিংরুম কেমন থাকে জানালেন লিটন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে সময়টা ভালো যাচ্ছিল না লিটন দাসের। ব্যাট হাতে নিয়মিত রান করতে ব্যর্থ হচ্ছিলেন এই টাইগার ক্রিকেটার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও লিটন কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে পাকিস্তান সিরিজে তৃতীয় সর্বোচ্চ ১৯৪ রান এসেছে তার ব্যাটে। ভারত সিরিজের আগে নিয়মিত অনুশীলনের ফাঁকে আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লিটন।
সেখানে এই উইকেটরক্ষক ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় খারাপ সময়ে নিজেকে মানসিকভাবে কীভাবে ঠিক রেখেছিলেন। জবাবে লিটন বলেন, ‘যদি সঠিক উত্তর দিই, আমি এসব কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করেছি। কীভাবে পরিশ্রম করব, কীভাবে ভালো করা যায়।’
এরপর সাংবাদিকরা জানতে চান ভুল উত্তরটা কী? এরপর লিটন বলেন, ‘যদি ভুল উত্তর দিই, সারাদিন ড্রেসিংরুমে বসে বসে কাঁদতাম।’ পরে লিটন আরও বলেন, ‘এটা হচ্ছে মনের কথা। তবে এটা বিষয় না, ক্রিকেটাররা সব সময় ভালো খেলবে না। কখনও কখনও সময় খারাপ যায়, তবে সে সব সময় চেষ্টা করে ভালো কিছু করার। ভালো করার একটাই উপায় আছে আমাদের, সেটি হলো অনুশীলন।’
আরও পড়ুন
পরে ড্রেসিংরুম নিয়ে লিটন বলেন, ‘ড্রেসিংরুমে সব সময় পজিটিভ-নেগেটিভ দুই ধরনের কথা-বার্তাই হয়। কিভাবে ক্যামব্যাক করতে পারি, কিভাবে গেম চালাতে পারি। সো সব সময় পজিটিভ ওয়েতে কথা-বার্তা হয়। একটা জিনিস সবচেয়ে ভালো যে, ওখানে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে। চেষ্টা করব জিনিসটা ভালো করার।’
এসএইচ/এএইচএস