কোচ মারুফুলকে প্রস্তাব আবাহনীর
অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী এখনো কোচ চূড়ান্ত করতে পারেনি। দেশের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হককে প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে।
আবাহনী ফুটবল দলের হেড কোচ থাকতেন বিদেশি। বিদেশি কোচের অবর্তমানে অমলেশ সেন মাঝে মধ্যে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করতেন। আসন্ন মৌসুমেও আবাহনী বিদেশি কোচ চূড়ান্ত করেছিল। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাহনী বিদেশি কোচকে আসতে বারণ করে। এরপর দেশীয় কোচ খোঁজা শুরু করে।
বাংলাদেশের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হক গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীতে ট্যাকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। সক্রিয় কোচিং করাননি। এই বছরেও প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি ছিল না। সাফ অনূর্ধ্ব-২০ দলকে চ্যাম্পিয়ন করে বাফুফের অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে আছেন চলতি মাসের এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্যন্ত।
২০০৮ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব দিয়ে মারুফের শীর্ষ পর্যায়ে কোচিংয়ের যাত্রা। মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল, শেখ জামাল, আরামবাগ ক্রীড়া সংঘ, চট্টগ্রাম আবাহনীতে কোচিং করিয়েছেন। মোহামেডানে দু’টি ফেডারেশন কাপ, কোটি টাকার সুপার কাপ, শেখ রাসেলে এক মৌসুমে ট্রেবল (লিগ, ফেডারেশন কাপ,স্বাধীনতা কাপ), আরামবাগ শুধু দেশি খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করার কৃত্তিত্ব রয়েছে। শেখ জামালকে এনে দিয়েছিলেন বিদেশি শিরোপা।
লিগের অন্যতম সফল দল আবাহনী তাকে কখনো প্রস্তাবই দেয়নি। আবাহনী এবার লিগের প্রথম লেগে বিদেশি ফুটবলার নিতে পারেনি। দলীয় শক্তি খর্ব হলেও ভালো মানের কোচ দিয়ে সেটা পূরণের চেষ্টা করছে। তাই মারুফকে প্রস্তাব দেয়া।
এজেড/এইচজেএস