প্যারা অলিম্পিক শেষ বাংলাদেশের
ঝুমা আক্তারের পর আল আমিন হোসেনও থেমে গেলেন নক আউট পর্বের ধাপেই। আজ প্যারিসে প্যারা অলিম্পিকে ১/১৬ এলিমেশন পর্বে বাংলাদেশের আরচ্যার আল আমিন ১-৭ সেট পয়েন্টে মেক্সিকান আরচ্যার মলিনার কাছে হারেন।
আরচ্যার ঝুমা আক্তার নিজ যোগ্যতায় সরাসরি প্যারা অলিম্পিকে খেলেছিলেন। তিনি কম্পাউন্ড নারী একক বিভাগে ১/১৬ পর্বে টাইব্রেকারে হেরেছিলেন। আল আমিন অবশ্য রিকার্ভ পুরুষ এককের ১/১৬ পর্বে লড়াই করতে পারেননি।
মেক্সিকান আরচ্যার প্রথম দুই সেট জিতে ম্যাচ জয়ের ভিত গড়েন। তৃতীয় সেটে দুই জনই ২৪ স্কোর করলে ড্র হয়। চতুর্থ সেটে বাংলাদেশি আরচ্যার তিন তীর ছুড়ে মাত্র ১৬ করেন আর মেক্সিকান মলিনা ২৮ স্কোর করায় ৭-১ পয়েন্ট ব্যবধান হয়। ফলে পঞ্চম সেটের আর প্রয়োজন হয়নি।
প্যারিস অলিম্পিকের মূল আসর শেষে এখন চলছে প্যারা অলিম্পিক। শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের নিয়েই এই আসর। প্যারা অলিম্পিকের কমিটি জটিলতায় বাংলাদেশ কয়েকটি অলিম্পিকে অংশ নিতে পারেনি। এবার বাংলাদেশ থেকে দুই জন আরচ্যারই এই অলিম্পিকে অংশ নিয়েছেন।
ক্রীড়াবিদের বিপরীতে কর্মকর্তা বেশি থাকায় এ নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া কর্মকর্তার সংখ্যা কমিয়ে দেন।
এজেড/এইচজেএস