ব্যাটিংয়ে সাকিব-মুশফিক, ড্রেসিংরুমে যে প্রার্থনায় ছিলেন অন্যরা
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়। অলীক স্বপ্ন নয়, বাংলাদেশ দলের ক্রিকেটাররা বাস্তবে করে দেখিয়েছেন। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।
এমন জয়ের মূহূর্তে ক্রিজে ছিলেন অভিজ্ঞ দুই ব্যাটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। সে সময় ড্রেসিংরুম থেকে বাকি ক্রিকেটাররা চাচ্ছিলেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের ব্যাট থেকেই আসুক জয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হাসান শান্ত তেমনটিই জানালেন।
টাইগার অধিনায়ক বলছিলেন, 'ইমোশনটা আসলে মুখে বলা মুশকিল, কঠিন হবে। কারণ এ ধরনের অর্জন আমার কাছে ব্যক্তিগতভাবে বাংলাদেশের অন্যতম সেরা মুহূর্ত। মুশফিক ভাই, সাকিব ভাই যখন ব্যাটিং করছিল আমরা সবাই ড্রেসিংরুম থেকে চাচ্ছিলাম এই দুইজনই খেলাটা শেষ করুক। এত বছর ধরে উনারা বাংলাদেশের হয়ে খেলছেন, কত ম্যাচ জিতিয়েছেন। কিন্তু এই ধরনের ম্যাচ জেতা অনেক স্পেশাল এবং আমরা সবাই চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি।'
আরও পড়ুন
এর আগে প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের ১৩৮ এবং মেহেদী হাসান মিরাজের ৭৭ রানকে আলাদা ব্যাখা করলেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, '৬ উইকেট হারানোর পর আমি আগেই বললাম আমরা এখনও বিশ্বাস করি। ব্যাটিংয়ে যাওয়ার আগে সে (মিরাজ) একটা বিষয় বলেছিল সে এবং লিটন দলের জন্য কাজটা করতে পারবে। তারা দুজন আগেও করেছে কিন্তু এটা অবিশ্বাস্য। তাদের যে বিশ্বাস আছে এবং ড্রেসিং রুম একেবারে ভিন্ন। আমি মিথ্যা বলব না কারণ আমরা অনেকটা পিছিয়ে ছিলাম এবং নার্ভাস ছিলাম ওই সময়।'
সেই সঙ্গে সাকিব-মিরাজদেরও ক্রেডিট দিলেন, 'এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। মুশফিক ও সাকিবের কাছে প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা আসন্ন ভারত সিরিজে গুরুত্বপূর্ণ। এমন কন্ডিশনে মিরাজ যেভাবে বল করে ৫ উইকেট নিল তা খুবই অসাধারণ। আশা করি ভারতের বিপক্ষেও সে একই কাজ করবে।'
এসএইচ/এফআই