ফি কমিয়ে তৃতীয় বিভাগ কার্যকরের ঘোষণা বিসিবির
সাধারণত জাতীয় দলের পাইপলাইন তৈরিতে বড় ভূমিকা রাখে দেশের ঘরোয়া প্রতিযোগিতাগুলো। যদিও বাংলাদেশের এসব লিগে অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনেক অভিযোগ। এমনকি তৃতীয় বিভাগের কোয়ালিফাইং প্রতিযোগিতায় অংশ নিতে অনেক বেশি ফি দিতে হয়। যা নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। এমনকি ফি কমিয়ে প্রতিযোগিতামূলক এই খেলাকে কার্যকরের ঘোষণাও দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবির জরুরি সভা শেষে আজ (বৃহস্পতিবার) বিভিন্ন বিষয়ে কথা বলেছেন দেশের ক্রিকেটের এই প্রধান। এ সময় ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং ও মাঠ উন্নত করার বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘গ্রাউন্ডস ও আম্পায়ারিংয়ে উন্নতি করাটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করেছি। এর সঙ্গে যারা জড়িত তারা বলেছেন, গত দুই বছরে খুব ভালো উন্নতি হয়েছে। আরও উন্নতির জায়গা রয়েছে বলে আমি মনে করি।’
তৃতীয় বিভাগ কোয়ালিফাইং কার্যকর করা নিয়ে তিনি বলেন, ‘আমরা সেটিকে ভালোভাবে চালু করার ওপর গুরুত্ব দিয়েছি। বিগত কয়েক বছর ধরে বন্ধ হয়নি ঠিক, তবে এক-দুইটা দল অংশ নিতো। আমরা সে বিষয়ে আলোচনা করেছি। কোন প্রক্রিয়ায় এটি চালু করা যায়, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এই ধরনের কোয়ালিফাইং থেকে অনেক র ট্যালেন্ট উঠে আসে। এই জায়গা থেকে আমরা একটি গঠনতন্ত্র করলে আমাদের ভালো আউটপুট পাওয়া সম্ভব।’
আরও পড়ুন
বিসিবি সভাপতি ফারুক আরও বলেন, ‘আমি শুনেছি, গেল ২ বছরে অ্যাকাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো। ওটা আলাদা একটা টুর্নামেন্ট। আমরা কোয়ালিফাইংটা কার্যকরভাবে চালু করব। যেখানে কেবল ২ দল খেলবে না, যারা ৫ লাখ টাকা ফিস দিয়ে খেলত। ওইটা আর থাকবে না। আগের মতো ২০-২৫ হাজার টাকা ফি দিয়ে শুরু করব।’
এসএইচ/এএইচএস