হৃদয়-বিজয়দের বিপক্ষে পিসিবির শক্তিশালী স্কোয়াড ঘোষণা
পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজে ব্যস্ত বাংলাদেশের মূল দল। তবে একইসময়ে সেখানে আছে বাংলাদেশ 'এ' দল।আনঅফিসিয়াল টেস্টের পর তাদের নজর সাদা বলের ক্রিকেটে৷ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ 'এ' দল এখন অবস্থান করছে পাকিস্তানের রাজধানী শহরে।
বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে মাঠে নামার জন্য পাকিস্তান শাহীনসদের শক্তিশালী স্কোয়াড দাঁড় করিয়েছে পিসিবি। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস দলের অধিনায়ক। ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ১২ ক্রিকেটারই আছেন দলে।
— Pakistan Cricket (@TheRealPCB) August 25, 2024
হারিস ছাড়াও দলের অন্যান্য সদস্যরা হলেন- আব্দুল ফাসিহ, আরাফাত মিনহাজ, আজান আওয়াইস, ফয়সাল আকরাম, হাসিবউল্লাহ, জাহানদাদ খান, মেহরান মুমতাজ, আব্বাস আফ্রিদি, ইরফান খান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুবাসিদ খান, ওমাইর বিন ইউসুফ ও উসমান খান।
এদিকে, হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের বাকি সদস্যরা এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
আগামী ২৬, ২৮ ও ৩০ আগস্ট পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার এই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ইসলামাবাদে।
জেএ/এফআই