ফেডারেশন কাপ দেখবেন না জেমি ডে
২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। মৌসুমের প্রথম টুর্নামেন্টে কাছ থেকে শিষ্যদের পারফরম্যান্স পরখ করবেন না জাতীয় দলের বৃটিশ কোচ জেমি ডে। কাতার ম্যাচ শেষেই বাংলাদেশ জাতীয় দলের বৃটিশ কোচ জেমি ডে দোহা থেকে লন্ডনের বিমান ধরেছিলেন। জেমি ডের সঙ্গে তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসও ইংল্যান্ড গেছেন।
বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘কোচরা তাদের দায়িত্ব পালন শেষে ছুটি কাটাতে ইংল্যান্ড রয়েছেন। সামনে বড় দিন। নতুন বছরের আগে কোচিং স্টাফ আসছে না এটা নিশ্চিত।’
জেমি ডে ইংল্যান্ড থেকে জানান, ‘বড় দিনের ছুটি কাটিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আসার সূচি ঠিক করব।’ ইংল্যান্ড থাকলেও ফুটবলারদের স্বাস্থ্য বিষয় নিয়ে ভাবছেন কোচ জেমি,‘ক্লাব ও ফেডারেশন আশা করি ফুটবলারের স্বাস্থ্যগত বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। ফুটবলারের প্রতি আমার নির্দেশনা রয়েছে।’
মার্চে এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাইয়ের সম্ভাব্য ম্যাচ জাতীয় দলের। ফেডারেশন কাপ অনেকটা মিস করলেও খুব বেশি শঙ্কিত নন জেমি, ‘ইংল্যান্ড থেকে আমি ফেডারেশন কাপের ম্যাচ অনলাইনে দেখব। ফেডারেশন কাপের পরপরই লিগ। এ কারণেই দল ডাকতে সমস্যা হবে না।’
ফেডারেশন কাপের সূচি একটু দীর্ঘ হলে সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ বাংলাদেশে এসে দেখার কিছুটা সম্ভাবনা রয়েছে জেমি ডের।
এজেড/এটি