ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিম, যা বলছে বিসিবি
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে গেলেন আসিফ মাহমুদ। আজ (সোমবার) বেলা একটার দিকে শের-ই-বাংলা পরিদর্শনে আসেন ক্রীড়া উপদেষ্টা। এদিন আচমকা বিসিবিতে দেখা যায় তামিম ইকবালকেও। সাবেক এই অধিনায়ক নিজে উপস্থিত থেকে সবকিছু ঘুরে ঘুরে দেখিয়েছেন ক্রীড়া উপদেষ্টাকে।
গুঞ্জন আছে, আসিফ মাহমুদের অনুরোধেই বিসিবিতে এসেছিলেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবাল। যদিও এদিন বিসিবির কোনো পরিচালককে দেখা যায়নি। ক্ষমতার পালাবদলের পর থেকেই বোর্ড সভাপতিসহ নেতৃস্থানীয় অনেকেই আত্মগোপনে আছেন।
এদিন গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। সেখানে তার কাছে তামিম সম্পর্কে জানতে চাইলে বিসিবির সিইও বলেন, ‘(কেন তামিম এসেছিলেন) এই বিষয়টা আসলে আমি অবগত না… উনি আসছেন, উনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’
সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক পরিচালকই শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর নিশ্চুপ রয়েছেন। পদত্যাগ করবেন পাপন, যে কারণে নতুন সভাপতি কে সভাপতি হবেন এ নিয়ে অনেক গুঞ্জন। তবে এসব নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কোনো আলাপ হয়নি।
সুজন বলেন, ‘আজকে কারও সঙ্গেই নির্দিষ্ট করে কোনো আলোচনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনের সঙ্গে শেয়ার করেছে, একেক জনের তো একেক জায়গায় অভিজ্ঞতা। এই বিষয়গুলো মোটামুটি কথা হয়েছে। নির্দিষ্ট করে আপনারা যেমন জানতে চাচ্ছেন এরকম কোনো বিষয় নিয়ে কথা হয়নি।’
হোম অব ক্রিকেট পরিদর্শন শেষে এক পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, 'নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। এখানে (বিসিবিতে) আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম সব।'
এসএইচ/এফআই