পাকিস্তানের যে তারকা ক্রিকেটারকে আউট করতে চান শরিফুল
সর্বশেষ পাকিস্তানের মাটিতে ২০২০ সালে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। এরপর চলতি মাসে আবারও পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে টাইগাররা। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজ শুরুর আগে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরিফুল ইসলাম।
টাইগার পেসার শরিফুল সেখানে জানিয়েছেন ম্যাচগুলোতে বাবর আজমের উইকেট নিতে চান তিনি। যা তার জন্য এক স্বপ্নও বটে। শরিফুল বলেন, ‘আমার স্বপ্নের উইকেট বাবর আজম। আমি যদি তার উইকেট পাই খুব খুশি হবো। আমি তার সঙ্গে শেষ এলপিএল খেলেছি। উনি খুব ভালো মানুষও। বাবর আজম সবচেয়ে কঠিন ব্যাটার হবে। আমাদের তাকে তাড়াতাড়ি ফেরাতে হবে।’
রাওয়ালপিন্ডির উইকেটে পেসারদের নিয়ে শরিফুল বলেন, ‘প্রথমত আমি এখনও রাউয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি তারা কিছু ঘাস রেখেছে উইকেটে। আমরা আশা করছি ঘাস থাকবে। প্রত্যেক পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো।’
‘তারা বিশ্বমানের ব্যাটার। কিন্তু আমাদের ভালো বোলিং অ্যাটাক আছে। আমাদের তাদের সঙ্গে লড়তে হবে। আমাদের জন্য কাজটা কঠিন, কারণ তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের তাদের সঙ্গে লড়তে হবে, কীভাবে তাদের আউট করা যায় (উপায়), খুঁজে বের করতে হবে। ’-যোগ করেন তিনি।
লাল বলের ক্রিকেটে নিজের প্রস্তুতি নিয়ে শরিফুল বলেন, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের মানিয়ে নিতে হবে। আমার আরও কিছুদিন সময় হাতে আছে। আমার আরও কিছু প্রস্তুতি নিতে হবে ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে। আমার মনে হয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি।’
এসএইচ/এফআই