বিগ ব্যাশে কোচিং করাবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক
বছর খানেক আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন টিম পেইন। এবার যুক্ত হচ্ছেন কোচিংয়ে। বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের প্রধান কোচ হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
গত মৌসুমে প্রধান কোচ জেসন গিলেস্পির সহকারী ছিলেন পেইন। গিলেস্পি এরপর অস্ট্রেলিয়ান ক্রিকেট ছেড়ে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের টেস্ট দলের। গিলেম্পি না থাকায় এবার প্রধান কোচের দায়িত্ব পেলেন পেইন।
বিগ ব্যাশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করার লক্ষ্যের কথা তিনি বলেছিলেন আগেই। আশা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত ৩৯ বছর বয়সী সাবেক কিপার-ব্যাটসম্যান।
'এরকম প্রতিষ্ঠিত ও দারুণ সমর্থন পাওয়া একটি দলের কোচ হতে পেরে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। ডিসেমবরে বিগ ব্যাশ শুরু হওয়ার জন্য তর সইছে না আমার।'
'অ্যাডিলেইডে গত বছর কাজ করার পর আমার বিশ্বাস, এই স্ট্রাইকার্স দল ও গোটা সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটের সম্ভাবনা দারুণ। আমি এটিকে সামনে এগিয়ে নিতে এবং কিছু ট্রফি জিততে মুখিয়ে আছি।'
মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় পেইনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় ২০২১ সালে। ক্রিকেট থেকে বিরতিও নেন তিনি। পরে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন। শেষ পর্যন্ত অবসরে যান গত বছরের মার্চে। এর পরপরই তিনি কোচিংয়ে নাম লেখান।
এইচজেএস