নাসিরের পর নিষিদ্ধ তার দলের ব্যাটিং কোচ ও দুই মালিক
আবু ধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছেন নাসির হোসেন। এবার দলটির ব্যাটিং কোচ আশার জাইদিরও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
জাইদি ছাড়াও দলটির দুই সহ-মালিক পারাগ সাঙ্ঘাভি ও কৃষান কুমার চৌধুরির বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। জাইদিকে ৫ বছর ও অন্য দুজনকে ২ বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
তিনজনের ক্ষেত্রেই নিষেধাজ্ঞার শেষ বছরটি স্থগিত থাকবে। অর্থাৎ জাইদি চার বছর এবং পারাগ ও কৃষান এক বছর পর থেকেই ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।
২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগের ম্যাচে আইসিসির নিয়ম ভেঙেছেন এই তিনজন। বেটিং করার পাশাপাশি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা লুকিয়েছেন তারা।
গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাদের শাস্তির মেয়াদ৷ এই তিনজনসহ টি-টেন লিগে দুর্নীতির জন্য শাস্তি পেলেন মোট ৮ জন। আগের পাঁচজনের মধ্যে অন্যতম বাংলাদেশের অলরাউন্ডার ও পুনে ডেভিলস অধিনায়ক নাসির হোসেন। ২০২৫ সালের ৭ এপ্রিল শেষ হবে তার দুই বছরের নিষেধাজ্ঞা।
এইচজেএস