অবশেষে মাহমুদউল্লাহর স্ট্যাটাস, ন্যায়ের পক্ষে থাকার ঘোষণা
আন্দোলন আর স্লোগানে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। কোটা সংস্কার আন্দোলন মোড় নিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। সবশেষ এবার এক দফা আন্দোলনে নামছেন সাধারণ ছাত্ররা। এর আগে চলমান আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচারসহ ৯ দফা দাবি পেশ করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে।
ছাত্রদের এমন আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। যোগ দিয়েছিলেন ক্রীড়াঙ্গনের অনেকেই। শনিবার সকালে ছাত্রদের পক্ষে ফেসবুকে নিজের সমর্থন ব্যক্ত করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দুপুরের পর বার্তা দিয়েছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবার যুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।
সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ অবশ্য সরাসরি কোনো পক্ষের কথা উল্লেখ করেননি। লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ।আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’
আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ।আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।
Posted by Mahmudullah Riyad on Saturday, August 3, 2024
মাহমুদউল্লাহ রিয়াদ এমন এক সময়ে নিজের মন্তব্য প্রকাশ করেছেন যখন বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন।
আরও পড়ুন
এদিকে মাহমুদ উল্লাহ রিয়াদ ফেসবুকে পোস্ট দেয়ার পরেই কমেন্টবক্সে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই তার এই দীর্ঘ নীরবতার সমালোচনা করেছেন। ভেসে আসছে তীর্যক সব মন্তব্য।
জেএ