আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন আইরিশ ব্যাটার
সদ্য সমাপ্ত বেলফাস্ট টেস্টে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। এই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন হ্যারি টেক্টর। এমন আচরণের জন্য এবার তাকে শাস্তি দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছে টেক্টর। ফলে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। রিচার্ড এনগারাভার করা অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে ব্যাট চালিয়ে ছিলেন টেক্টর। কিন্তু ঠিকমতো খেলতে পারেনি তিনি। বল জমা পড়ে কিপারের গ্লাভসে। কট বিহাইন্ডের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।
আম্পায়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হয় তার। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর আম্পায়ারকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। পরে মাঠ ছাড়ার সময় ব্যাট ও গ্লাভস ছুঁড়ে মারেন তিনি। দলের বিপদের মুহুর্তে ডাক খেয়ে ফেরেন।
ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে অবশ্য নিজের ভুল স্বীকার করে নেন টেক্টর। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
এইচজেএস