কোহলিকে আউট করে সেই সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন সাকিব
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফর্মম্যান্স করেছিলেন তানজিম হাসান সাকিব। মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে তাকে বিশ্বকাপের দলে নেয়ায় ব্যাপক সমালোচনা সইতে হয়েছিল নির্বাচক প্যানেলকে। তবে দিনশেষে ঠিকই নিজেকে প্রমাণ করেছেন তানজিম সাকিব। তার দুর্দান্ত বোলিংয়ের কারণে বিশ্বকাপে সুযোগই পাননি আরেক তারকা পেসার শরিফুল ইসলাম।
পুরো আসরে তানজিম সাকিব শিকার করেছিলেন ১৪ উইকেট। এর মধ্যে ছিল ভারতের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির উইকেটও। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারকে ক্লিন বোল্ড করেন সাকিব। আউট করার পর করেন দুর্দান্ত সেলিব্রেশনও। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়েছিল সমালোচনা। সিনিয়র এবং প্রজন্মের সেরা ব্যাটারের বিপক্ষে তরুণ সাকিবের আগ্রাসী উদযাপন নিয়ে চর্চা হয়েছিল অনেকটা সময় ধরে।
এবার সেই সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন সাকিব। গতকাল রোববার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের এই পেসার। আলোচনার অনেক ধারায় উঠে এলো বিরাট কোহলির বিপক্ষে উদযাপনের প্রসঙ্গটাও। তখনই জানালেন এমন উদযাপনের কারণ, ‘আসলে ওই সময় অনেক ভালো খেলছিল ভারত। আমাদের একটা ব্রেক থ্রু গুরুত্বপূর্ণ ছিল। অনেক ডমিনেট করে ব্যাটিং করছিল। অনেক বাজে ভাবে লাগছে, যে ওরা খুব মারছিল আমাদের।’
এরপরেই জুনিয়র সাকিব যোগ করেন, ‘অবশ্যই যখন আমি মাঠের ভিতরে ঢুকে যাব এখানে কোন সিনিয়র জুনিয়র নেই সবাই সমান। সবাই প্রতিপক্ষ আসলে।’
সাদা বলে নিজেকে বাংলাদেশ দলে প্রতিষ্ঠিত করেছেন। সাকিবের লক্ষ্যে এবার লাল বলের প্রস্তুতিতে নিজেকে গড়ে তোলা, ‘সামনে তিন দিনের ম্যাচ খেলব এখানে। লাল বলে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করতেছি। আগামীকালকে আমাদের ম্যাচ শুরু হবে তিনদিনের ম্যাচ। সেখানে ভালোটা দেওয়ার চেষ্টা করব। লাল বলে আসলে অনেক চ্যালেঞ্জিং আমি খুব এনজয় করি লাল বলে।’
'লাল বলে খেললে বোলিংয়ের লাইন লেন্থ অনেক ইম্প্রুভ করা যায় আমি ওটাই চেষ্টা করব। আসলে ওয়ানডে ক্রিকেটে, টি-টোয়েন্টি ক্রিকেট সব জায়গায় ভালো জায়গায় বল করাটা গুরুত্বপূর্ণ। ইভেন টেস্ট ক্রিকেটেও ভালো জায়গায় কত সময় বল করতে পারতেছি এদিকে আমার ফোকাস থাকবে।'- যোগ করেন এই পেসার।
এসএইচ/জেএ