ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার ৩ পেসার
ভারত সিরিজের আগে স্কোয়াড নিয়ে বেশ বিপাকে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আগেই জানিয়েছিল, চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুশমন্থা চামিরা ও নুয়ান থুশারা। সেই তালিকায় এবার যুক্ত হলেন আরেক পেসার বিনুরা ফার্নান্দো।
বিজ্ঞাপন
বুকে সংক্রমণ নিয়ে গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন বিনুরা। সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও বেশ কয়েক দিন সময় লাগবে তার। তাই ভারতের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে আর খেলা হচ্ছে না তার।
এই বাঁহাতি পেসার ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন অফ স্পিনার রামেশ মেন্ডিস। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বিজ্ঞাপন
এর আগে স্কোয়াড ঘোষণার পর দিনই চামিরার জায়গায় নেওয়া হয় আসিথা ফার্নান্দোকে। তবে চামিরার চোটের ধরন সম্পর্কে কিছু জানায়নি এসএলসি। পর দিন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করার সময় বাঁ হাতের আঙুল ভেঙে যায় ‘স্লিঙ্গিং’ অ্যাকশনের পেসার থুশারার। ২৯ বছর বয়সী পেসারের জায়গায় ডাক পান দিলশান মাদুশঙ্কা।
পাল্লেকেলেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ থেকে। পরের দুই ম্যাচ রোববার ও মঙ্গলবার। এরপর ২, ৪ ও ৭ অগাস্ট তিনটি ওয়ানডে খেলবে দুই দল। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেও খেলা হবে না চামিরার।
এইচজেএস