দেশের পরিস্থিতি নিয়ে নীরবতা ভাঙলেন শান্ত-লিটন-সৌম্য
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ উত্তাল। প্রতিদিন সেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও সরকারী ছাত্র সংগঠন ছাত্রলীগের অভিযোগ পাওয়া যাচ্ছে। আন্দোলনকে থামিয়ে দিতে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৬ জন। দেশের এই পরিস্থিতি নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে এ নিয়ে তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় সবাই শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে শান্তি কামনা করেছেন দেশের মানুষের। এমনকি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবানও জানিয়েছেন এসব ক্রিকেটাররা।
আরও পড়ুন
এক পোস্টে সৌম্য সরকার লিখেছেন, ‘কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।’
কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।
Posted by Soumya Sarkar on Wednesday, July 17, 2024
রক্তপাত ও সংঘাত বন্ধের পাশাপাশি যৌক্তিক সমাধান চেয়েছেন লিটন দাস, ‘কোথাও কোন রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোনো ভাইবোনদের ওপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার।’
কোথাও কোন র'ক্ত'পা'ত, কোন মৃ'ত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোন ভাইবোনদের উপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার।
Posted by Litton Kumer Das on Wednesday, July 17, 2024
এর আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন ফেসবুকে। যদিও তার সেই স্পষ্ট পোস্ট দেশের চলমান পরিস্থিতি নিয়ে ছিল বলে ধারণা করছিলেন অনেকে। এবার তিনি স্পষ্ট করে লিখলেন, ‘শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যেকোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।’
শিক্ষাঙ্গনে চাই না সংঘাত আর যেন না হয় রক্তপাত। কোনও মৃত্যুই কাম্য নয়, যে কোন উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।
Posted by Nazmul Hossain Shanto on Wednesday, July 17, 2024
মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।’
এএইচএস