নির্বাচন নিয়ে ফিফার দ্বারস্থ বাফুফে
আজ আশুরা উপলক্ষে সরকারি ছুটি। সেই ছুটির দিন বাফুফের নির্বাহী সভা ছিল। নির্বাহী সভা ছিল মূলত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে৷ আজকের সভায় বাফুফের নির্বাচন ঠিক হয়েছে ২৬ অক্টোবর।
বিজ্ঞাপন
বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। ৩ অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ। মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহ পর নির্বাচন আয়োজন নিয়ে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যাখ্যা, 'ফিফার সঙ্গে আমাদের সেক্রেটারি যোগাযোগ করবে৷ সেপ্টেম্বরে নির্বাচন আয়োজনে প্রতিবন্ধকতা ফিফাকে অবহিত করা হবে। ফিফা অনুমোদন পেলে ২৬ অক্টোবর নির্বাচন হবে।'
বাফুফের একটি পক্ষ চেয়েছিল সেপ্টেম্বরে নির্বাচন করতে৷ সেটা পিছিয়ে মেয়াদ পরবর্তী হওয়ার কারণ সম্পর্কে বাফুফে সভাপতির ব্যাখ্যা, 'আগস্ট শোকের মাস৷ ঐ সময় ফুটবলের কর্মকান্ড সেভাবে সম্ভব নয়৷ নির্বাচন আয়োজন করতে ভেন্যু ও আনুষঙ্গিক সময় প্রয়োজন। যেটা সেপ্টেম্বরে সম্ভব নয় করতে চাইলে আগস্টে কর্মকাণ্ড হয়।'
বিজ্ঞাপন
ফিফা যদি বাফুফের অনুরোধ না মানে তাহলে এই আগেই করতে বাধ্য বাফুফে, 'ফিফার নির্দেশনা তো মানতেই হবে।' অবশ্য এই সকল ক্ষেত্রে ফিফা সংশ্লিষ্ট দেশের অনুরোধ মানে। ২০০৮-১৬ পর্যন্ত ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল৷ ২০২০ সালে করোনার জন্য বাফুফেকে ৬ মাস সময় বৃদ্ধি করেছিল ফিফা৷
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ২০০৮ সাল থেকে সভাপতি। চার মেয়াদে সভাপতি হওয়ার পর পুনরায় নির্বাচন করতে পারেন এই রকম গুঞ্জন রয়েছে। আজ সভা শেষে ব্রিফিংয়ের সময় এ রকম প্রশ্ন হলে তিনি অবশ্য এই সংক্রান্ত উত্তর দেননি।
এজেড/এইচজেএস