মোহামেডানকে হারিয়ে ছোটদের আবাহনীর শিরোপায় নিঃশ্বাস
২০১৮ সালের পর প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ট্রফি পায়নি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দল ঢাকা আবাহনী। সিনিয়রদের লিগে ব্যর্থ হলেও আবাহনীর ছোটরা জুনিয়র লিগে শিরোপার একেবারে দোরগোড়ায়। আজ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপায় নিঃশ্বাস ফেলছে ধানমন্ডির ক্লাবটি।
উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে আবাহনী সামেল ও ইয়াসিন আরাফাতের গোলে প্রথমার্ধে দুই গোলের লিড নেয়। ৭৩ মিনিটে আবাহনীর হয়ে মিলন ব্যবধান বাড়ালে তিন মিনিট পর মোহামেডানের সাজিদ এক গোল পরিশোধ করেন।
প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে বাফুফে অ-১৮ বয়স ভিত্তিক লিগ আয়োজন করছে। নয় দলের লিগে ঢাকা আবাহনী টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি ফর্টিজ এফসি। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৬। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের ৬ ম্যাচে ৯ পয়েন্ট।
ফর্টিজের পরবর্তী রাউন্ডে বিরতি। পরের রাউন্ডে আবাহনী বাংলাদেশ পুলিশের বিপক্ষে জিতলে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হবে। আবাহনী পরের ম্যাচে দুই হারলেও তেমন সমস্যা হবে না। ফর্টিজ শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ড্র করলে আবাহনী চ্যাম্পিয়ন হবে। আবার ফর্টিজ শেষ ম্যাচ জিতলে আবাহনী দুই ম্যাচের মধ্যে একটিতে মাত্র ড্র করলে সেক্ষেত্রে দুই দলের সমান ১৯ পয়েন্ট হবে। তখন বাইলজ অনুযায়ী প্লে অফ হবে।
প্রিমিয়ার লিগে দাপট দেখানো বসুন্ধরা কিংস জুনিয়র লিগে ম্রিয়মাণ। আবাহনীর পর আজ শেখ রাসেলের বিপক্ষে হেরেছে কিংস। জুনিয়র লিগে এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি ক্লাবটি।
এজেড/জেএ