বাংলাদেশ সিরিজে বাদ পড়ছেন শাহিন আফ্রিদি!
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। তাদের হতাশাজনক পারফরম্যান্সের পর সামনে এসেছে দলে অন্তর্কোন্দলের বিষয়। বিশেষত তার আগেই ইংল্যান্ড সফরে শাহিন আফ্রিদির বিরুদ্ধে কোচের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। সে কারণে এখন নাকি তাকে শাস্তি প্রদানের দিকে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খুব সম্ভবত তিনি পাকিস্তানের মাটিতে আসন্ন বাংলাদেশ সিরিজ থেকে বাদ পড়তে চলেছেন!
সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। আফ্রিদির আচরণে প্রথম অসঙ্গতি দেখা গিয়েছিল ইংল্যান্ড সফরে। হেডিংলিতে অনুশীলনের সময় দর্শকের সঙ্গে একাধিকবার তর্কে জড়ান এই তারকা পেসার। এরপর কোচের সঙ্গেও নাকি ওই সিরিজ চলাকালে তার খারাপ আচরণের কথা শোনা যায়। তবে সেটি বড় কিছু নয় বলে মন্তব্য করেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ।
শাহিনের সঙ্গে হওয়া ওই ঘটনা নিয়ে কথা বলেছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটার। পরে অবশ্য ওই ঘটনায় এই পেসার ক্ষমা চান বলেও ইউসুফ উল্লেখ করেন। এদিকে, সূত্রের বরাতে শাহিনের সঙ্গে তখন কী ঘটেছিল সেটি জানিয়ে জিও নিউজ বলছে, অনুশীলনে আফ্রিদি অনেক বেশি নো বল করছিল। সেটি নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে বাঁ-হাতি পেসার জানান, ‘আমাকে এখন অনুশীলন করতে দাও এবং মাঝপথে কথা বলে বিরক্ত করো না। নিজের কাজে মনোযোগ দাও।’ যা নিয়ে পরে দুজনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
— Cricket Pakistan (@cricketpakcompk) July 11, 2024
পরে বিষয়টি নিয়ে শাহিনের আচরণ বদলাতে বলেন সফরে পাকিস্তানের সিনিয়র ম্যানেজারের দায়িত্বে থাকা ওয়াহাব রিয়াদ। পরে নিজের ভুল বুঝতে পেরে ইউসুফের কাছে ক্ষমা চানা শাহিন। পিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘এটি রুটিন কাজের বেশি কিছু নয়, হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে। সেই অধ্যায় সেখানেই শেষ। যখন মাসের অধিক সময়ের কোনো সফর থাকে, এমন তর্কের মতো পরিস্থিতি তৈরি হয়। যে কারণে কোনো ব্যবস্থা নেওয়ার মতো পথে হাঁটার প্রয়োজন নেই।’
অন্যদিকে, বিশ্বকাপে ব্যর্থতার পর পিসিবির কাছে রিপোর্ট জমা দিয়েছেন কোচরা। ক্রিকেট পাকিস্তান বলছে, যেখানে কয়েকজন ক্রিকেটার খেলায় মনোযোগী নন এবং পরিবেশ নষ্ট করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। তাদের শৃঙ্খলা পরিপন্থী কাজের কারণে টিম ম্যানেজমেন্ট উদ্বিগ্ন। একই কারণে আফ্রিদি হয়তো বাংলাদেশের বিপক্ষে আগস্টে হতে যাওয়া টেস্ট সিরিজের দলে থাকছেন না। এ ছাড়া আরও ২-৩ জন সিনিয়র ক্রিকেটার থাকতে পারেন বিশ্রামে।
আরও পড়ুন
উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট হবে ২১-২৫ আগস্ট, রাওয়ালপিন্ডিতে এবং করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ। ফলে উভয় দলের জন্যই দীর্ঘ ফরম্যাটের চ্যাম্পিয়নশিপ টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে এই সিরিজ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ২০২০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল।
এএইচএস