ইনজুরিতে জয়, মাঠে ফিরবেন কবে?
আগামী মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। যে কারণে গেল মাস থেকেই ক্যাম্প শুরু করেছেন টেস্ট দলে থাকা সম্ভাব্য ক্রিকেটাররা। তবে দলের ওপেনার মাহমুদুল হাসান জয়কে এই সিরিজে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। টাইগার এই ব্যাটার হাতে চোট পেয়েছেন।
আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ইনজুরি নিয়ে জয় বলেন, 'না, এটা আমাদের চট্টগ্রামে টাইগার্সের একটা প্র্যাকটিসে লাগছিল। ছয়টা সেলাই পড়ছে সুতরাং আপডেট হচ্ছে ডাক্তার দেখতেছে আপডেট হচ্ছে ১০ তারিখের মধ্যে সেলাই টা কাটবে ইনশাল্লাহ। আমি ১৩-১৪ তারিখ ব্যাক করব।'
'অবশ্যই- দেখেন এখানে আমাদের প্র্যাকটিসের কারণেই পাকিস্তান সিরিজ। এখানে একটা দিন খুব ইম্পরট্যান্ট হয়তোবা দুই সপ্তাহের মতো টাইম লাগবে। এই দুই সপ্তাহ ব্যাটিংটা একটু মিস করবো। এটাতে আমার কিছুটা হলেও ঘাটতি থাকবে, পরে আমার রিকভার করতে হবে।'-যোগ করেন তিনি।
লম্বা সময় ধরেই ওপেনাররা অধারাবাহিক। এ নিয়ে জয় বলেন, 'আসলে তেমনভাবে আমি চিন্তা করি না, আসলে সব সময় যে যখনই যে জায়গায় খেলে সবাই চেষ্টা করে যে ভালো করার। সো দেখা যায় এখন ইনজুরি, খারাপ পারফরমেন্স হতেই পারে নিজের হাতে থাকে না৷ সো সবসময় চেষ্টা করি যখনই সুযোগ পাই কাজে লাগানোর।'
এসএইচ/এইচজেএস