মাহমুদউল্লাহদের পারফরম্যান্সে মন খারাপ পাপনের
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি সেই দায়িত্ব পালন করেন। তবে তার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ছিল তীব্র সমালোচনা। ব্যাট হাতে পুরো বিশ্বকাপজুড়ে ব্যর্থ ছিলেন এই টাইগার অধিনায়ক। তবে শান্ত পারফর্ম করেই অধিনায়কের দায়িত্ব পেয়েছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অধিনায়ক শান্তকে নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘যে যা কথাই বলুক, শান্ত ওর পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছে। ও আকাশ থেকে উড়ে আসেনি। ও পারফর্ম করেই এসেছে। এসে এখন পারছে না, সেটা আলাদা ইস্যু।’
গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। যা নিয়ে সন্তুষ্টি জানালেও, পরের পর্বে শান্তরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি বলে নাখোশ পাপন, ‘প্রথম রাউন্ডের খেলা দেখে আমরা খুশি হয়েছি। যেখানে খেলা হয়েছে, যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারতো। এদিক দিয়ে আমি বলব আমি খুশি। আবার আরেকটা জিনিস উল্টো হয়ে গেছে, এত বছরের অভিজ্ঞতা কোনো কাজেই আসলো না।’
বিশ্বকাপে তরুণদের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছেন বলেও জানান পাপন, ‘আমি ভাবছিলাম নতুন ছেলেদের নেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এরা কিছু করতে পারবে না। আমাদের সিনিয়ররা ভালো করবে। কিন্তু এটা হয়ে গেছে উল্টো। সিনিয়ররা প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং নতুন ছেলেরা ভালো করেছে। সেদিক দিয়ে বলতে গেলে ওই প্রত্যাশা আমি করিনি, এজন্য ভালো লেগেছে।’
আরও পড়ুন
সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স না পাওয়ায় মন খারাপ বিসিবি প্রধানের, ‘অন্যদিকে শান্ত, লিটন দাস, সাকিব, মাহমুদউল্লাহ ওদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, ওরা তো সব ম্যাচ ভালো খেলবে না। কিন্তু কিছু ম্যাচ, ওদের কাছে যে প্রত্যাশা করেছিলাম; ওটা পূরণ করতে পারেনি। এদিক দিয়ে মনটা একটু খারাপ।’
এসএইচ/এএইচএস