ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যে ৬০ দিন আগে রোহিতের নেওয়া সিদ্ধান্ত
ভারতের ১৫ জনের দলে চার জন স্পিনার। দল নির্বাচনের পর এই সিদ্ধান্তের কারণ জানাতে চাননি রোহিত শর্মা। বলেছিলেন, কারণ এবং পরিকল্পনা নিশ্চয়ই আছে, তবে এখনই এর বেশি কিছু বলব না। তার ফাঁস করতে না চাওয়া পরিকল্পনাই বিপক্ষ দলগুলোকে বিপদে ফেলেছিল। সেমিফাইনালে ইংল্যান্ডের ছয়টি উইকেট নিয়েছিলেন অক্ষর পাটেল এবং কুলদীপ যাদব। ফাইনালে যদিও পেসাররাই বাজিমাত করলেন।
৩০ এপ্রিল ভারতীয় বোর্ড বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছিল। সেই দলে ছিলেন চার জন স্পিনার। অক্ষর পটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে দলে নেয় ভারত। অক্ষর এবং জাদেজা প্রায় একই ধরনের বোলার। তাদের একসঙ্গে ভারত খেলাবে না বলে মনে করা হয়েছিল। বিশ্বকাপে কুল-চা জুটি দেখা যেতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু বিশ্বকাপের আসরে একটি ম্যাচেও খেলানো হল না চাহালকে। তাতেও ভারতের স্পিন আক্রমণ বিপক্ষের উপর ভারী পড়েছে।
আরও পড়ুন
দল নির্বাচনের পর রোহিত বলেছিলেন, আমি দলে চার জন স্পিনার চেয়েছিলাম। কারণটা আমি এখন বলব না।
সেই কারণ এখন পরিষ্কার। রোহিতের দলের তিন স্পিনার মিলে ১৯টি উইকেট নিয়েছেন। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্পিনারদের দাপট দেখা যাচ্ছে। রোহিত জানতেন এমন হবে। সেই কারণেই দলে চারজন স্পিনার চেয়েছিলেন।
কুলদীপ ৪ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। তিনি আমেরিকায় কোনো ম্যাচ খেলেননি। দল সুপার ৮-এ ওঠার পর থেকে খেলছেন কুলদীপ। এখনও পর্যন্ত কোনো দলই তার বিরুদ্ধে বড় রান করতে পারেননি। অক্ষর সাতটি ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। তবে জাদেজা ফর্মে নেই। তিনি একটি মাত্র উইকেট নিতে পেরেছেন। কিন্তু রান দেননি। ফলে ব্যাটারদের উপর চাপ তৈরি হয়েছে। সেটার ফল পেয়েছেন বাকিরা।
রোহিতের চার স্পিনার নেওয়ার সিদ্ধান্তকে অনেকে কটাক্ষ করলেও পাশে দাঁড়িয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। বিশ্বকাপ শুরুর আগে তিনি বলেছিলেন, দলে চার স্পিনার নেওয়ার সিদ্ধান্ত একদম ঠিক আছে। ওয়েস্ট-ইন্ডিজে খেলা হবে। ওখানে স্পিনাররা সাহায্য পায়। ওখানকার পিচ একটু স্লো হয়। বল নিচু হয়ে যায়। মাঠগুলো বড়। স্পিনাররা গুরুত্বপূর্ণ হবে।
চার স্পিনার নেওয়ার জন্য বাদ পড়েছিলেন রিঙ্কু সিংহ। সেটাকেও সমর্থন করেছিলেন সৌরভ। বলেছিলেন, আমার মনে হয় বাড়তি এক জন স্পিনার দলে রাখতে চাওয়ার জন্যই হয়ত রিঙ্কুকে রাখা যায়নি। তা ছাড়া রিঙ্কু তো সবে ক্রিকেট জীবন শুরু করেছে। পরে আরও সুযোগ পাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেখা গেছে, রোহিতের পরিকল্পনাই ঠিক। সৌরভ যা মনে করেছিলেন সেটাই হয়েছে। ভারতীয় স্পিনারদের বল বুঝতে সমস্যা হচ্ছে অন্য দলগুলোর।
এসকেডি