আফগানদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিতই! তবে কাগজে-কলমে এখনও টিকে আছে সেমির স্বপ্ন। সেই সম্ভাবনা নেহাতই কলমের কালিতে! অনেকটাই সমুদ্র থেকে পয়সা খুঁজে পাওয়ার মতো। তারপরও সমীকরণের খড়কুটো আঁকড়ে ধরে আটলান্টিক পাড়ে বেঁচে থাকার স্বপ্ন বুনছে টাইগাররা।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে আগামীকাল মঙ্গলবার ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
আফগান ম্যাচের আগে টাইগারদের সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না তারা। শেষ ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে অবশ্য একাদশে দুই পরিবর্তনের আভাস রয়েছে। ওপেনার তানজিদ হাসান তামিমের বদলে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। এছাড়া স্পিনার শেখ মেহেদীর বদলে দলে ফিরতে পারেন পেসার শরিফুল ইসলাম।
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এসএইচ/এইচজেএস