শান্তর ব্যাটে রানখরা, যা বললেন হাথুরু
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। দলের অধিনায়ক হওয়ার পরেও শান্তর ব্যাটে রান না থাকায় অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ৪ ম্যাচ খেলে শান্ত করেছেন কেবল ২৬ রান। সুপার এইটে ভালো করতে তাই টাইগার অধিনায়ককে বড় দায়িত্ব পালন করতে হবে।
ব্যাট হাতে শান্তর রানখরা নিয়ে মুখ খুললেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল (বুধবার) কুলিজ গ্রাউন্ডে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্যাটারদের রান না পাওয়া নিয়ে কথা বলেছেন হাথুরু।
তিনি বলছিলেন, ‘কেবল শান্ত নয়। বেশিরভাগ দলের টপ অর্ডারই এবার সংগ্রাম করছে। কারণ এখানের পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন। কারণ বিষয়টা হলো, বেশিরভাগ দলই ম্যাচ খেলতে নামছে কত রান ভালো স্কোর হবে তা না জেনেই। তাতে শুরুর দিকে দুই তিনজন ব্যাটারকে কন্ডিশন যাচাই করতে হয়।’
হাথুরুসিংহে এরপর শান্তকে নিয়ে আবারো বলেন, ‘ঠিকই বলেছেন, সে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়। সে খুব ভালো খেলোয়াড়, গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। আমি নিশ্চিত, কন্ডিশন ভালো হলে সে–ও ভালো করবে। সব টপ অর্ডারের জন্যই এটা চ্যালেঞ্জিং।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল সুপার এইট নিশ্চিত করা। গ্রুপ পর্বে তিন ম্যাচ জয়ের ফলে সে কাজ অবশ্য ভালোভাবেই সম্ভব হয়েছে। এবার সুপার এইটে যা জিতবে তা বোনাস বলেও মন্তব্য করেছেন টাইগার হেড স্যার।
এতদূর আসার পেছনে বোলারদের কৃতিত্ব দিলেন প্রধান কোচ, ‘আমরা যখন এই টুর্নামেন্ট খেলতে আসি, আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে (করেছি), বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে। কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছি।’
সুপার এইটে শিষ্যদের স্বাধীনতা নিয়ে খেলতে বললেন হাথুরু, ‘সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো, আমরা এখানে আসতে পেরে খুশি। আর এখান থেকে যা কিছু পাব, তা–ই আমাদের জন্য বোনাস। সেজন্য আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলব এবং তিন দলের প্রতিটিকেই যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব।’
এসএইচ/এফআই