বিশ্বকাপে দলগত বিভাগে টাইব্রেকারে বাংলাদেশের বিদায়
তুরস্কের আনাতোলিয়ায় অলিম্পিক কোটা প্লেস বাছাই টুর্নামেন্টের পরপরই শুরু হয়েছে বিশ্বকাপ আরচ্যারি। আজ (বৃহস্পতিবার) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশে বিদায় নিয়েছে।
গতকাল র্যাঙ্কিং রাউন্ডে রুবেল, রাম ও সাগরের সমন্বয়ে গঠিত বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল ১৩তম পজিশনে থেকে এলিমেনশন পর্ব নিশ্চিত করে। আজ সকালেই এলিমিনেশনের ১/১২ পর্বে জাপানের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।
গতকাল প্রথম দিনই বাংলাদেশের দুই নারী আরচ্যার ব্যক্তিগত ইভেন্ট ও মিশ্র বিভাগে এলিমিনেশন পর্বে উঠতে ব্যর্থ হয়। বিশ্বকাপে এখন শুধু রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি আছে বাংলাদেশের।
তুরস্কের আনাতোলিয়ায় সকালে বাংলাদেশ জাপানের বিপক্ষে প্রথম সেট জয় দিয়ে শুরু করে। দ্বিতীয় সেট জাপান জেতায় ২-২ সমতা আসে। তৃতীয় সেট জিতে জয়ের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। চতুর্থ ও শেষ সেটে তারা হার এড়ালেই পরের পর্বে যেত। বাংলাদেশের তিন আরচ্যার শেষ সেটে করেন ৫৫, আর জাপানিজরা ৫৮ করে ৪-৪ সমতা আনেন।
নির্ধারিত চার সেট ৪-৪ সমতা হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে (শ্যুট অফে)। দুই দলের প্রত্যেক আরচ্যার একটি করে তির ছোড়েন। বাংলাদেশের তিন আরচ্যার ৩০ এর মধ্যে করেন ২৪, আর জাপানিজরা ২৭ করায় ম্যাচ জিতে ১/৮ পর্বে উঠে।
এজেড/এএইচএস