ওয়েস্ট ইন্ডিজে ঈদ পালন সাকিব-মুস্তাফিজদের
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে। নাজমুল হোসেন শান্তর দল পবিত্র ঈদুল আযহা পালন করেছে সেন্ট ভিনসেন্টেই।
ক্রিকেটাররা ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন। মাতৃভূমি থেকে অনেক মাইল দূরে সতীর্দের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন তারা। সেখানে হাস্যউজ্জ্বল অবস্থায় দেখা গেছে সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের।
অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা আগামীকাল ভোরেই নেপালের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। এই ম্যাচে জয় পেলেই সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের। তাই সেরাটাই দিতে চাইবে সবাই।
নেদারল্যান্ডসের বিপক্ষে মাচ শেষে অবশ্য সাকিব আল হাসান জানিয়েছিলেন নেপালকে হারিয়ে দেশবাসীকে ঈদের আনন্দ উপহার দিতে চান তারা। এখন দেখার বিষয় মাঠের খেলায় বাংলাদেশ দল সেটা প্রমাণ করতে পারে কি না।
এসএইচ/এইচজেএস