যে কারণে ব্যাটিংয়ে সফল হলেন সাকিব
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। কারণ ব্যাটিং-বোলিং কোথাও পারফর্ম করতে পারছিলেন না এই অলরাউন্ডার। যে কারণে অনেকেই এই অলরাউন্ডারের শেষটাও দেখে ফেলেছিলেন। তবে সেসব ভুল প্রমাণ করে রানে ফিরলেন সাকিব।
ম্যাচে ব্যাট হাতে এদিন ৬৪ রান করে অপরাজিত থাকেন সাকিব। বল হাতে কোনো উইকেট না পেলেও দিয়েছেন ২৯ রান। পরে মাচ সেরা হয়ে ব্রডকাস্টারকে সাকিব বলেন, ‘টপ ফোর থেকে কারও পুরো ইনিংস ব্যাট করা দরকার ছিল। সেটা করতে পেরে, দলে অবদান রাখতে পেরে আমি খুশি। উইকেট সহজ ছিল না। হয়ত জয় নিশ্চিতের মতো রান ছিল না তবে এই রান তাড়া করাও চ্যালেঞ্জিং।‘
বোলারদের কৃতিত্ব দিয়ে সাকিব বলেন, ‘এখানে গত ৪-৫ বছর কোনো খেলা হয়নি। তাই আমরা জানতাম না ঠিক কত রান করলে চলবে। ১৪-১৫ ওভার পরে ঠিক করেছি আমরা কত রান করতে পারি। ১৬০ রান বিশ্বকাপে সবসময়ই কঠিন, এটা প্রমাণিত হলো। তারাও ভালো মুহূর্ত পেয়েছিল। একসময় ওভারপ্রতি ১০ রান করে লাগত, যখন কিনা একদিকে আবার প্রচুর বাতাস বইছে। এসব কারণে রান তাড়া করা কঠিন হয়ে ওঠে। আমাদের কাজও সহজ ছিল না, আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে।’
ম্যাচ শুরুর আগে এদিন গলায় নেক ব্রেস নিয়ে অনুশীলন করেছিলেন সাকিব। যা সহায়তা করেছে রানে ফিরতে। ম্যাচ শেষে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘তেমন কিছু না। এমনিই ব্যাটিং প্র্যাকটিস করছিলাম। তবে হ্যাঁ, এটা সহায়তা করেছে।’
এসএইচ/এইচজেএস