‘পাকিস্তানের বিশ্বাসই নেই যে তারা জিততে পারে’
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরেছিল পাকিস্তান। আর ইংল্যান্ডের বিপক্ষে তো সিরিজই হেরেছে বাবর আজমের দল। তাই কিছুটা ব্যকফুটে থেকেই বিশ্বকাপ শুরু করে তারা। আর এই মেগা আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারে পাকিস্তান।
এমন শুরুর পর বাবর-রিজওয়ানদের আত্মবিশ্বাস ছিল তলানিতে। যার প্রতিফলন ঘটেছে ভারতের বিপক্ষে ম্যাচে। ১২০ রান তাড়া করতে নেমেও জয়ের বন্দরে নোঙর করতে পারেনি বাবর বাহিনী। তাদের ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাসের ঘাটতি।
এই ম্যাচ নিয়ে মাইকেল ভন বলেছেন, ‘কখনো কখনো সত্যিকার অর্থেই বাজে পিচও সেরা ম্যাচ উপহার দেয়...এটা (ভারত–পাকিস্তান ম্যাচ) সেগুলোরই একটি। পাকিস্তানের এই বিশ্বাসই নেই যে তারা জিততে পারে। এটাই মোদ্দা কথা।’
ধারাভাষ্যকার হার্শা ভোগলে অবশ্য বলছেন অন্য কথা। পাকিস্তান দলের সমস্যা না দেখে তিনি ভারতের দুর্দান্ত বোলিংয়ে প্রশংসা করেছেন। ম্যাচ শেষে এক্সে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য এক ফল। শেষে তো সর্বোচ্চ মানের বোলিং ছিল। ম্যাচটা তো হাত থেকে চলেই গিয়েছিল। বোলাররা ফিরিয়ে এনেছে।’
ভারতের সাবেক পেসার ইরফান পাঠান আবার সমালোচনা করেছেন পাকিস্তানের ব্যাটিংয়ের, ‘পাকিস্তানের সব ক্রিকেট সমর্থকদের বলছি, তোমাদের দল ম্যাচের বিভিন্ন বিভাগে ভালো করেছে। কিন্তু শেষটা ভালো করতে পারেনি। যে পিচে কিছু থাকবে, সেখানে এই ব্যাটিং লাইনআপ নিয়ে সব সময়ই সমস্যায় পড়তে হবে।’
এইচজেএস