বিশ্বকাপের দল নির্বাচনে ভুল কি না ভাবছেন অধিনায়ক!
হঠাৎ লাফিয়ে ওঠা বল আছড়ে পড়ে রোহিত শর্মার কাঁধে। তারপর মাঠে থাকার চেষ্টা করলেও শেষমেশ রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। কাঁধের চোট এবং নিউইয়র্কের পিচ চিন্তায় ফেলেছে রোহিতকে। ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে নিউইয়র্কের বাইশগজও।
টিম ইন্ডিয়ার ১৫ জনের বিশ্বকাপ দলে রয়েছেন চার জন স্পিনার। কিন্তু পিচ যদি এমন আচরণ করে, তাহলে চার স্পিন খেলানোর উপায় নেই। আয়ারল্যান্ডকে হারানোর পর রোহিত নিজেও স্বীকার করে নিয়েছেন, নিউইয়র্কের ভেন্যু চার পেসারের উপযুক্ত। স্পিনারের প্রয়োজন পড়বে ওয়েস্ট ইন্ডিজে।
হাসতে হাসতেই রোহিত বললেন, ‘মনে হয় না চার স্পিনার খেলাতে পারব আমরা। দল নির্বাচনের সময়ে ভারসাম্য আনতে চেয়েছিলাম। কিন্তু এখানকার কন্ডিশন সিমারদের জন্য উপযুক্ত। আমরাও সে মতোই সিমারদের ব্যবহার করতে চাই। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজে দরকার পড়বে স্পিনারদের।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারত চার জন সিমারকে ব্যবহার করেছে। আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। তাদের সঙ্গে দুজন অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে একাদশে নেওয়া হয়েছে। তারা স্পিন বোলিংও করতে পারেন। রোহিত বলছেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে যে পিচে খেলা হয়েছিল, তা চার জন সিমারের জন্য উপযুক্ত ছিল। তবুও আমরা দুজন স্পিনারকে নামিয়েছিলাম। তারা আবার অলরাউন্ডারও বটে।’
রোববারের ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচে পিচের চরিত্র কেমন হবে, তা জানা নেই রোহিতেরও। ভারত অধিনায়ক বলছেন, ‘সত্যি কথা বলতে কী, এই পিচের কাছ থেকে কী প্রত্যাশা করা উচিত জানা নেই। পিচের চরিত্র এরকমই হবে ধরে নিয়েই আমরা পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমাদের এগারো জনকেই অবদান রাখতে হবে।’
এফআই