সংখ্যায়-রেকর্ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ
৩৯ রানের জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বের বিরলতম এক রেকর্ডের পথে ছুটছে এবার টিম অস্ট্রেলিয়া। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পেলেই তিন ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তি গড়বে মিচেল মার্শের দল।
আর সেই রেকর্ডের পথে শুরুটাও বেশ ভালোই হয়েছে অজিদের। একাধিক রেকর্ড আর ব্যক্তিগত মাইলফলকের দিনে অস্ট্রেলিয়া তুলে নিয়েছে সহজ এক জয়। খুব বেশি দাপুটে জয় না পেলেও, এমন এক ফলাফলে নিশ্চিতভাবেই অসন্তুষ্ট হবে না অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের শিষ্যরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে বেশকিছু রেকর্ড আর মাইলফলক দেখা গিয়েছে। ব্যাট হাতে ফিফটি করা দুই তারকা ডেভিড ওয়ার্নার এবং মার্কাস স্টয়নিস, দুজনেই নিজেদের নাম লিখিয়েছেন রেকর্ডবুকে। আর ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। আবার ডাক মেরে লজ্জার রেকর্ডে নাম উঠিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
১১১
টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নারের ১১১তম পঞ্চাশ পেরুনো ইনিংস ছিল আজ। তারচেয়ে বেশি পঞ্চাশ পার করা ইনিংস খেলেননি আর কেউই। ১১০টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে এরপরেই আছে ইউনিভার্স বস হিসেবে ক্রিস গেইল। এরপরেই আছেন ভিরাট কোহলি। তার পঞ্চাশ পেরুনো ইনিংস ১০৫টি। আর বাবর আজমের আছে ১০১টি।
৩১৫৫
অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ডেভিড ওয়ার্নারের রানের সংখ্যা। দেশটির ইতিহাসে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক এখন তিনিই। পেছনে ফেলেছেন ৩ হাজার ১২০ রান করা অ্যারন ফিঞ্চকে। ফিঞ্চের পেছনে আছেন ২ হাজার ৪৬৮ রান করা গ্লেন ম্যাক্সওয়েল আছেন তিনে। আর চারে থাকা ওয়াটসন করেছেন ১ হাজার ৪৬২ রান।
৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ফিফটি এবং তিন উইকেট শিকারের কীর্তি গড়লেন মার্কাস স্টয়নিস। প্রথম এই কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর। ২০০৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রান ও রান উইকেট ছিল তার। এরপর ২০১২ সালে দুবার এই কীর্তি ছিল শেন ওয়াটসনের। আর আজ ওমানের বিপক্ষে ৬৭ রানের পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন স্টয়নিস।
৩০০
টি-টোয়েন্টিতে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার ৩০০তম উইকেট এসেছে আজ। বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে ওমানের বিপক্ষে ম্যাচে দুই উইকেট শিকারের পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। অ্যান্ড্রু টাইয়ের পর দ্বিতীয় অজি ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাম্পা। সবমিলিয়ে ২৭তম ক্রিকেটার হিসেবে তিন’শ উইকেটের কীর্তি গড়লেন এই অজি স্পিনার।
জেএ