বদলে গেল হার্দিক পান্ডিয়ার দল, ভারতের বদলে ওয়েস্ট ইন্ডিজ!
আইপিএলে একেবারেই ভালো ফর্মে ছিলেন না হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন মুম্বাই অধিনায়ক। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন। কিন্তু মাঠে নামার আগেই দল বদলে ফেললেন হার্দিক! ভারত নয়, তার নাম দেখা গেল অন্য দেশটির জার্সিতে।
না, বাস্তবে নয়। সম্প্রচারকারী চ্যানেলের ‘ভুলে’ হার্দিককে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনির ম্যাচের পর। যেখানে ২৭ বলে ৪২ রানে অপরাজিত থাকেন রোস্টন চেজ।
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 3, 2024
কিন্তু সম্প্রচার চলাকালীন দেখা যায় রোস্টনের বদলে হার্দিকের মুখ। শুধু রোস্টনের ক্ষেত্রেই নয়, ওয়েস্ট ইন্ডিজ আর পাপুয়া নিউ গিনি দুদেশের হয়েই ‘খেলে ফেললেন’ হার্দিক। ব্র্যান্ডন কিং, আন্দ্রে রাসেলের মতো ক্যারিবিয়ান তারকার সঙ্গে প্রতিপক্ষের সেসা বুয়া ও আসাদ ভালার জায়গাতেও দেখা যায় ভারতীয় ক্রিকেটারের মুখ।
আরও পড়ুন
তারপরই সোশাল মিডিয়ায় শোরগোল শুরু হয়। নেটদুনিয়ায় ঘুরতে থাকে দুদেশের হয়ে খেলা হার্দিকের ছবি। সেই প্রসঙ্গে উঠে আসছে হার্দিক ও তার ভাই ক্রুনালের পুরনো একটি সাক্ষাৎকারের অংশ। যেখানে ক্রুনাল জানিয়ে ছিলেন, ছোটবেলায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা হার্দিককে তাদের দেশের লোক হিসেবে ভুল করেছিলেন।
নিজেও ক্যারিবিয়ান তারকাদের সঙ্গে ওঠাবসা করেন তিনি। একই সঙ্গে সৌরভ গাঙ্গুলীর একটি কথাবার্তাও ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে সাবেক ভারত অধিনায়ক জানিয়েছিলেন, প্রথমবার হার্দিকের আচার-আচরণ দেখে তাকে ক্যারিবিয়ান ভেবে ভুল করেছিলেন।
আজ (৫ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিতরা। হার্দিক সেখানে নামবেন সহ-অধিনায়ক হিসেবে। প্রস্তুতি ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। আইপিএলের দুঃসময় ভুলে নিজের দেশের জার্সিতে বিশ্বকাপের স্বপ্নপূরণ করতে নামবেন হার্দিক।
এফআই