এক ম্যাচে দুবার হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করলেন ফারুকি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আজ উগান্ডার বিপক্ষে দুই ওভারে দুইবার সুযোগ তৈরি করেও হ্যাটট্রিক করতে পারেননি ফজল হক ফারুকি। তবে ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। ম্যাচ শেষে তাই সন্তুষ্টির কথা জানালেন এই আফগান পেসার।
ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে ফারুকিকে চার মেরে শুরু করেছিলেন রোনাক প্যাটেল। তবে পরের বলেই এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ফারুকি। এর পরের বলে রজার মোসাকাকেও ফেরান এই পেসার। দুই বলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো ফারুকি টানা তৃতীয় উইকেটের খোঁজে করলেন ইয়র্কার ডেলিভারি। কোনোমতে ঠেকালেন রিয়াজাত আলি শাহ। তাতে হ্যাটট্রিক করা হয়নি ফারুকির।
নতুন স্পেলে ফের দুই বলে ফারুকি নিলেন টানা দুই উইকেট। দ্বাদশ ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলে নেন রিয়াজাত আলি শাহ ও ব্রায়ান মাসাবাকে। এ দফায়ও হ্যাটট্রিক করতে পারেননি। তবে ওভারের শেষ বলে রবিনসন ওবুয়াকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেট।
ম্যাচ শেষে সেরার পুরস্কার গ্রহণ করে ফারুকি বলেন, 'এই জয়ে আফগানিস্তানের সকল সমর্থককে অভিনন্দন জানাতে চাই। আমার ক্যারিয়ারে এরই মধ্যে হয়তো ৭-৮ বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও করতে পারিনি। এটি আসলে আমার নিয়ন্ত্রণে নেই। ভবিষ্যতে আরও ভালোভাবে চেষ্টা করব।'
৪ ওভারে মাত্র ৯ রানে ৫ উইকেট নিয়ে ফারুকির হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। বিশ্বকাপে আফগানিস্তানের সেরা বোলিং এটি। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানদের দ্বিতীয় সেরা।
এইচজেএস