‘প্রথম দুই ম্যাচ দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম সিরিজ হেরেছে বাংলাদেশ দল। যেখানে নাজমুল হোসেন শান্তদের ২-১ ব্যবধানে হারিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশটি। সিরিজের শেষ ম্যাচে দাপট দেখিয়ে বাংলাদেশ ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। এমন জয়কে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও প্রথম দুই ম্যাচ দেখে তার মনে হয়েছে শান্তরা কিছুই পারেন না!
আজ (মঙ্গলবার) একটি অনুষ্ঠানে গিয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন। সেখানে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যে যত কথাই বলুক যারা খেলতে গেছে তাদের ওপর পূর্ণ আস্থা আছে। এবং আমার বিশ্বাস ওরা ক্যাপাবল....যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত প্রথম দুইটা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না। তৃতীয়টা দেখে মনে হয়েছে ওরা অসাধারণ।’
বিসিবি সভাপতির আশা, বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে। ম্যাচের ফলে চেয়ে তাদের ভালো খেলার ওপর জোর দিচ্ছেন পাপন, ‘কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে। আসল খেলার দিন গিয়ে খেলতে পারবে, অবশ্যই ওরা ভালো খেলবে। আমরা চাই ওরা ভালো খেলুক। হার-জিতের কথা আগে থেকে কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক আমাদের বিশ্বকাপের জন্য।’
উল্লেখ্য, আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এর আগে আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে শান্তর দল বিশ্বকাপের প্রথম ওয়ার্ম ম্যাচে মুখোমুখি হবে। দ্বিতীয় ওয়ার্ম ম্যাচে তারা ১ জুন খেলবে ভারতের বিপক্ষে।
এসএইচ/এএইচএস