ফাইনালে খেই হারালেন হেড-অভিষেক, ধুঁকছে হায়দরাবাদ
২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কেন কিনেছিল কলকাতা, সেটা বোধকরি আজ আবার প্রমাণ পেলো ক্রিকেট দুনিয়া। শুরুটা বিবর্ণ হলেও আইপিএলে যত সময় গিয়েছে ততই বিধ্বংসী হয়েছেন তিনি। আজ ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে একপ্রকার চালকের আসনেই বসিয়ে দিলেন এই অজি পেসার।
ট্রাভিস হেডকে এর আগে ৫ দেখায় ৪ বারই ফিরিয়েছেন শূন্য রানে। এই বোধ থেকেই কিনা আজ ইনিংসের প্রথম বল খেললেন অভিষেক শর্মা। তরুণ এই ওপেনার নিজেও তো ছিলেন দারুণ ছন্দে। কিন্তু স্টার্কের আউটসুইং বলগুলো সামাল দিতে গিয়ে যেন খাবি খেলেন। টিকলেন মোটে ৫ বল।
ওভারের ৫ম বলে হাফ-পিচড ডেলিভারিটা সুইং করে বেরিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার পথে ছুঁয়ে দেয় অফ স্ট্যাম্প। ২ রানে ফেরেন অভিষেক। পরের ওভারে বৈভব অরোরা নিজেও হানলেন আঘাত। এবারও আউটসুইঙ্গার। গোল্ডেন ডাক মেরে ফিরেছেন ট্রাভিস হেড। বাইরে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে ক্যাচ পাঠিয়েছেন উইকেটের পেছনে থাকা গুরবাজের হাতে।
এইডেন মার্করাম এবং রাহুল ত্রিপাঠি একটা করে চার মারলেও খুব একটা লাভ হয়নি। ইনিংসের ৫ম ওভারে আবার স্টার্কের আঘাত। ১৩ বলে ৯ করে ফেরেন আগের ম্যাচের নায়ক রাহুল ত্রিপাঠি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হায়দরাবাদ পাওয়ারপ্লে শেষে তুলেছে ৪০ রান। উইকেট হারিয়েছে ৩টি।
ক্রিজে এই মুহূর্তে আছেন এইডেন মার্করাম এবং নীতিশ কুমার রেড্ডী।
জেএ