যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের ব্যাখা দিলেন নির্বাচক
সপ্তাহ খানেক পরই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই মেগা টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। বাজে শুরু করা সিরিজের পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা হান্নান সরকারের।
আজ বৃৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার। এ সময় তিনি বলেন, 'আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ দল হারবে। কন্ডিশনও আলাদা ছিল যেটা আমরা দেখেছি, চ্যালেঞ্জ ছিল প্রচুর, বাতাস ছিল, খোলা মাঠ ছিল। দল যখন সেখানে গেছে তারপর দুইদিন কিন্তু সেভাবে মাঠে নামতে পারেনি। প্রস্তুতির একটা গ্যাপ তো ছিলই, মানিয়ে নেওয়ার ব্যাপারও ছিল।'
হান্নানের বিশ্বাস আজ ঘুরে দাঁড়াবে টাইগাররা, 'আমি আশাবাদী যে আজকে আবার এই মাঠে আমরা ম্যাচ খেলব। এবং সেখানে ক্যামব্যাক করব, আসলে প্রথম ম্যাচ অনেক সময় হয় না বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়। এরকমই ঘটেছে আমার বিশ্বাস। খেলোয়াড়রা সতর্ক হয়েছে।'
'নরমালি আমরা যেটা চিন্তা করেছিলাম যে যুক্তরাষ্ট্রে যাবে প্রথম ম্যাচ থেকেই তিন ম্যাচ ফাটিয়ে জিতে যাবে, আসলে টি-টোয়েন্টি ক্রিকেট কিন্তু নরমালি এরকম না। ওই বিশেষ দিনে ভালো খেলাটা খুব জরুরী। যেটা আমাদের দল খুব একটা ভালো খেলতে পারেনি। এই দলটার উপর আমাদের সবার বিশ্বাসটা আছে। আমরা বিশ্বাস করি এই দলটা ভালো করতে পারে।'
এসএইচ/এইচজেএস