ব্রাজিলিয়ানের গোলে কিংসের সমতা, খেলা অতিরিক্ত সময়ে
ফাইনাল ফাইনালের মতোই চলছে। বসুন্ধরা কিংস পিছিয়ে পড়ে আবার খেলায় ফিরেছে। ৮৬ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান মিগেল দামাসেনার অসাধারণ গোলে সমতা এনেছে কিংস। এতে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে৷ ফেডারেশনের কাপের গত আসরের ফাইনালের নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে।
কিংস পিছিয়ে পড়ার পর তাদের স্পেনিশ কোচ অস্কার ব্রুজন কয়েকটি পরিবর্তন করেন। সেই পরিবর্তন ম্যাচে খানিকটা প্রভাবিত করে। অধিনায়ক রবসন রবিনহোর দুর্দান্ত শট মোহামেডানের গোলরক্ষক সুজনের হাতে লেগে বল পোস্টে লাগে। ফিরতি আক্রমণে মোহামেডানের অধিনায়ক দিয়াবাতে প্রায় গোল করেই ফেলেছিলেন৷ কিংসের গোলরক্ষক শ্রাবণ আর্জেন্টিনার মার্টিনেজের মতো পা বাড়িয়ে বল ঠেকান।
শ্রাবণ কিংসকে ম্যাচে রেখেছেন৷ তার সেই পারফরম্যান্সকে পুর্ণতা দিয়েছেন ব্রাজিলিয়ান মিগেল৷ একক প্রচেষ্টায় কয়েকজন কাটিয়ে বক্সে প্রবেশ করে আড়াআড়ি শটে গোল করলে খেলায় প্রাণ সঞ্চার হয়। রেফারি পাঁচ মিনিট ইনজুরি সময় দেন। সেই সময়ে কিংসের গোলরক্ষক শ্রাবণ আরেকটি সেভ করেন। এতে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়৷
এর আগে, ম্যাচের ৬৪ মিনিটে অধিনায়ক দিয়াবাতের বাড়ানো বলে এমানুয়েল সানডে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট আর রুখতে পারেননি শ্রাবণ। তখনই মোহামেডান গ্যালারিতে অর্জন।