ফাইনালে মোহামেডানের লিড
ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের মোহামেডানের গর্জন। এমানুয়েল সানডের দুর্দান্ত গোলে মোহামেডানের লীড। তীব্র গরমে যেন এক শীতল পরশ সাদা-কালোদের এই গোল।
বসুন্ধরা কিংস কাগজে-কলমে মোহামেডানের চেয়ে অনেক শক্তিশালী। তবে মোহামেডানের সামনে পড়লে বসুন্ধরা কিংস যেন খানিকটা নিষ্প্রভ হয়ে পড়ে। আজ ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহামেডান একচেটিয়া খেলছে। বিশেষ করে শাহরিয়ার ইমনকে নামানোর পর কিংসকে একেবারে চেপে ধরে।
৫৫-৬৩ মিনিটে কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন৷ ৬৪ মিনিটে অধিনায়ক দিয়াবাতের বাড়ানো বলে এমানুয়েল সানডে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট আর রুখতে পারেননি শ্রাবণ। তখনই মোহামেডান গ্যালারিতে অর্জন।
প্রথমার্ধে বসুন্ধরা কিংস কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। কিংসের ফরোয়ার্ডরা মোহামেডানের গোলরক্ষককে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি। মোহামেডানও দারুণ সুযোগ পেয়েছিল ফিনিশিং ব্যর্থতায় আর গোল হয়নি।
প্রথমার্ধের খেলায় দুই দলের খেলোয়াড়রা মেজাজ হারিয়েছেন বারবার। রেফারি জসিম প্রথমার্ধেই কার্ড দেখিয়েছেন কয়েকবার। মোহামেডান রেফারি নিয়ে আপত্তি জানিয়েছিল ফেডারেশনে। প্রথমার্ধে মোহামেডান টেন্ট রেফারিং নিয়ে অনেক অসন্তোষ ছিল। বিশেষ করে বিশ্বনাথ ঘোষকে দ্বিতীয় হলুদ কার্ড না দেয়ায়।
এজেড/জেএ